Samsung Galaxy S23 Offers

হাফ দামে মিলছে স্যামসাং গ্যালাক্সি S23, দুর্দান্ত ক্যামেরার ফোনের উপর অবিশ্বাস্য অফার

Samsung Galaxy S23 Offers - প্রায় ১ লাখ টাকা দামি স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনের উপর ৫৩ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট। এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৯৫,৯৯৯ টাকা। তবে এই মুহূর্তে ফোনটি আরও কম দামে পাওয়া যাচ্ছে। ডিসকাউন্টের পর ৪৪,৯৯৯ টাকায় অর্ডার করা যাবে গ্যালাক্সি এস২৩।

Suvrodeep Chakraborty 7 Nov 2024 7:34 PM IST

ভাবছেন এমন একটি ফোন চাই যা আগামী বছর ৫-৬ বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। তাতে মিলবে দারুন ক্যামেরা, ঝকঝকে ডিসপ্লে, স্টোরেজ এবং ব্যাটারি। তাহলে আপনার জন্য সেরা সুযোগ চলে এল। কারণ স্যামসাংয়ের অন্যতম সেরা ফ্ল্যাগশিপ মডেল গ্যালাক্সি এস২৩ ফোনে মিলছে ৫৩ শতাংশ ছাড়। প্রায় হাফ দামে কিনতে পারবেন এই হ্যান্ডসেট। আর এই ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, যা সারাদিনের কাজ ও মাল্টিটাস্কিং খুব ভালো ভাবে করতে দেবে।

অর্ধেক দামে বাড়ি আনুন Samsung Galaxy S23

প্রায় ১ লাখ টাকা দামি স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনের উপর ৫৩ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট। এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৯৫,৯৯৯ টাকা। তবে এই মুহূর্তে ফোনটি আরও কম দামে পাওয়া যাচ্ছে। ডিসকাউন্টের পর ৪৪,৯৯৯ টাকায় অর্ডার করা যাবে গ্যালাক্সি এস২৩। ছাড়ের পাশাপাশি আপনার কাছে যদি পুরানো ফোন থাকে তাহলে সেটি এক্সচেঞ্জ করে আরও সস্তায় কিনতে পারবেন এটি। তবে এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে সেই ফোনের কেমন অবস্থা রয়েছে, কত বয়স ইত্যাদির উপর।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ : ফিচার ও স্পেসিফিকেশন

অ্যালমুনিয়াম ফ্রেম দিয়ে বাঁধানো এই হ্যান্ডসেটে রয়েছে গ্লাস ব্যাক প্যানেল। ঝকঝকে ৬.১ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ২x ডিসপ্লে সামনে উপস্থিত। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর ১০+ সাপোর্ট এবং ১৭৫০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের লেয়ার। ৩৭৮৫ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে স্মার্টফোনে।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ মডেলের অন্যতম আকর্ষণ এটির ক্যামেরা। এর পিছনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। এছাড়া আছে ১২ মেগাপিক্সেল ও ১০ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলের জন্য উপস্থিত ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২। সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ ডিভাইসটি পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই।

Show Full Article
Next Story