DSLR হার মানবে Samsung Galaxy S23 সিরিজের কাছে, আসছে ২৫ শতাংশ উন্নত ক্যামেরার সাথে
Samsung Galaxy S23 সিরিজের লঞ্চের সময় যত ঘনিয়ে আসছে, ততই একের পর এক লিক সামনে আসছে। সম্প্রতি এক জনপ্রিয় লিকস্টার উক্ত...Samsung Galaxy S23 সিরিজের লঞ্চের সময় যত ঘনিয়ে আসছে, ততই একের পর এক লিক সামনে আসছে। সম্প্রতি এক জনপ্রিয় লিকস্টার উক্ত লাইনআপের অধীনে আসন্ন - Galaxy S23, S23 Plus এবং S23 Ultra ফোন-ত্রয়ীর রিয়ার ক্যামেরা ফ্রন্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। এই তথ্য যদি প্রকৃতপক্ষে সত্যি হয় তবে স্যামসাং-প্রেমীদের খুশির অন্ত থাকবে না৷ কারণ জানা গেছে, Galaxy S23 লাইনআপের ক্যামেরা বিভাগ পূর্বসূরির তুলনায় ২৫% উন্নত ক্যামেরা পারফরম্যান্স সহ আসবে।
Samsung Galaxy S23 সিরিজ ৩০ এফপিএস রেটে 8K রেজোলিউশনের ভিডিও শুট করতে সক্ষম হবে
স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ক্যামেরা সম্পর্কিত তথ্য ফাঁসের নেপথ্যে আছেন জনপ্রিয় টিপস্টার আইস ইউনিভার্স (Ice Universe)। মাইক্রোব্লগিং সাইট টুইটারে সম্প্রতি এই টিপস্টার জানিয়েছেন, স্যামসাংয়ের এই আসন্ন সিরিজের ভিডিও রেকর্ডিং ক্ষমতা আরো উন্নত করা হবে। এক্ষেত্রে, সিরিজ অন্তর্গত গ্যালাক্সি এস২৩, এস২৩ প্লাস, এবং এস২৩ আল্ট্রা ফোন তিনটি ৩০ ফ্রেম পার সেকেন্ড রেটে ৮কে (8K) ভিডিও রেকর্ডিং করার সুবিধা অফার করবে। আপনাদের অবগতের জন্য জানিয়ে রাখি, পূর্বসূরি Galaxy S22 সিরিজ ২৪ ফ্রেম পার সেকেন্ড রেটে ৮কে রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে সক্ষম। অতএব দেখতে গেলে, পূর্বসূরির তুলনায় উত্তরসূরিটি ২৫% ক্যামেরা পারফরম্যান্স বুস্ট সহ আসবে।
কার্যকারিতার কথা বললে, দ্রুততম ফ্রেম রেট সহ ৮কে রেজোলিউশন ভিডিও রেকর্ড করার ক্ষমতা মোশন ব্লার এবং 'রাফানেস' বা অসমতা কমিয়ে দিতে সক্ষম। যেখানে কিনা ২৪fps রেটে ভিডিও রেকর্ডিং করলে উক্ত দুটি সমস্যা দেখা দিতে পারে। যদিও বহু মানুষ তথাকথিত ক্লাসিক 'সিনেমাটিক ফিল্ম' লুক আনতে ২৪fps রেটে ভিডিও রেকর্ড করতে পছন্দ করেন। কিন্তু আসন্ন গালাক্সি এস২৩ স্মার্টফোন সিরিজের সাথে ৩০fps রেটে ভিডিও রেকর্ডিংয়ের বিকল্প উপলব্ধ হলে, ইউজাররা নিজেদের সৃজনশীলতার প্রকাশ আরো ভালো ভাবে করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
পূর্ববর্তী একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, Samsung Galaxy S23 সিরিজের আরেকটি বিকল্প হতে পারে ১২০fps রেটে ৪কে (4K) ভিডিও রেকর্ডিং। এই বিকল্প গ্যালাক্সি এস২২ সিরিজের টপ-অফ-দ্য-লাইন মডেল Galaxy S22 Ultra -তেও নেই। এক্ষেত্রে জানিয়ে রাখি, ১২০fps রেটে ৪কে ভিডিও শুট করার ক্ষমতা ইউজারদের ভিডিও ফুটেজকে ৩০fps থেকে ২৪fps রেটে 'স্লো ডাউন' করতে দেবে, যার সাহায্যে স্লো মোশন এফেক্ট সহ আরও ভালো সিনেমাটিক লুক তৈরি করা যাবে।