51 হাজার টাকা ডিসকাউন্ট, জলের দরে Samsung Galaxy S23 FE 5G স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি S23 FE এর 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম 84,999 টাকা। তবে সেলে এর দামে বড় কাটছাঁট করা হয়েছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এর উপর 60 শতাংশ ছাড় দিচ্ছে।

Suman Patra 12 Dec 2024 11:53 PM IST

সামনেই নতুন বছর, এই সময় ই-কমার্স সাইটগুলি বিশেষ সেলের আয়োজন করে। ফ্লিপকার্টে এই মুহূর্তে চলছে ইয়ার এন্ড সেল। যেখানে অনেক কম দামে বিক্রি হচ্ছে স্যামসাংয়ের প্রিমিয়াম স্মার্টফোন Galaxy S23 FE। সেলে এই ফোনের দাম লঞ্চের সময়ের থেকে অনেক কমে এসেছে। এমন পরিস্থিতিতে আপনি কম খরচে ফ্ল্যাগশিপ ফিচারের ফোন কিনতে পারবেন। জানিয়ে রাখি Samsung Galaxy S23 FE ফোনে Galaxy S23 5G এর একাধিক ফিচার পাওয়া যাবে। এতে দুর্দান্ত ক্যামেরা, ওটিটি স্ট্রিমিংয়ের জন্য ভালো ডিসপ্লে এবং পাওয়ারফুল প্রসেসর রয়েছে।

Samsung Galaxy S23 FE 5G এর দাম কমেছে

স্যামসাং গ্যালাক্সি S23 FE এর 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম 84,999 টাকা। তবে সেলে এর দামে বড় কাটছাঁট করা হয়েছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এর উপর 60 শতাংশ ছাড় দিচ্ছে। যারপর এই স্মার্টফোনটি মাত্র 33,999 টাকায় কিনতে পারবেন।

স্যামসাং গ্যালাক্সি S23 FE এর সাথে ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে এই ফোনটি কিনলে 1550 টাকা ক্যাশব্যাক পাবেন। এছাড়াও মাসিক 5667 টাকার নো কস্ট ইএমআই দিয়েও ডিভাইসটি কেনা যাবে। আবার আপনি আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করে 20,000 টাকারও বেশি পেতে পারেন। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো ফোনের বর্তমান অবস্থা ও ব্র্যান্ডের উপর নির্ভর করে।

Samsung Galaxy S23 FE এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি S23 FE ফোনের সামনে দেখা যাবে 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, HDR10+ এবং 1450 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।ডিসপ্লের প্রোটেকশনের জন্য এতে পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস 5। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম চলে, যা আপনি অ্যান্ড্রয়েড 15 এ আপগ্রেড করতে পারবেন।

পারফরম্যান্সের জন্য, এতে স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য, এতে 50 + 8 + 10 মেগাপিক্সেল ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে 10 মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য 4500mAh ব্যাটারি সহ এসেছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story