আজ ফোনের জগতের সবচেয়ে বড় খবর, লঞ্চের আগেই Galaxy S23 FE লিক করল Samsung

স্যামসাং (Samsung) ট্যাবলেট এবং Galaxy Buds FE TWS সহ বেশ কয়েকটি নতুন স্মার্ট ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তার মধ্যে বহু প্রতীক্ষিত Galaxy S23 Fan…

স্যামসাং (Samsung) ট্যাবলেট এবং Galaxy Buds FE TWS সহ বেশ কয়েকটি নতুন স্মার্ট ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তার মধ্যে বহু প্রতীক্ষিত Galaxy S23 Fan Edition (FE) স্মার্টফোনও রয়েছে। সংস্থা এতদিন হ্যান্ডসেটটির বিষয়ে কিছু না বললেও, আজ Samsung Galaxy S23 FE স্পেনের স্যামসাং পে (Samsung Pay) ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়ে জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। অর্থাৎ, স্যামসাং যে শীঘ্রই ফোনটি লঞ্চ করতে চলেছে, তা জলের মতো স্পষ্ট।

যদিও, নিশ্চিত হওয়া যাচ্ছে না যে ফোনটি শীঘ্রই লঞ্চ হবে নাকি ইঞ্জিনিয়াররা এই মুহুর্তে পরীক্ষা করে চলেছেন। তবে স্যামসাং পে-এর সাপোর্ট পেজে Samsung Galaxy S23 Fan Edition (FE)-এর উপস্থিতি নিঃসন্দেহে স্মার্টফোনপ্রেমীদের অবাক করেছে। চলুন আপাতত দেখে নেওয়া যাক এই ফোনটির সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে।

Samsng Galaxy S23 Fe Officiele W 1068X759 1

Samsung Galaxy S23 FE স্পেস এবং বৈশিষ্ট্য (প্রত্যাশিত)

স্যামসাংয়ের নতুন স্মার্টফোনটি গ্যালাক্সি বাডস এফই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডের পাশাপাশি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই দেশভেদে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট বা স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ২২০০ প্রসেসরের সাথে আসতে পারে। এই ডিভাইস ২,৩৪০ x ১,০৮০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৩ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা ১৬ মিলিয়ন রঙের কালার ডেপ্থের সাথে উপস্থিত হবে। ফোনটি ৬ জিবি/৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

ক্যামেরার ক্ষেত্রে, Samsung Galaxy S23 FE-এর পিছনে ট্রিপল-রিয়ার ক্যামেরা মডিউল থাকবে, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর দ্বারা গঠিত হবে৷ আর ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, একটি ১০ মেগাপিক্সেলের সেন্সর দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy S23 FE-তে ৪,৩৭০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে, যা ২৫ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন প্লাটফর্ম থেকে জানা গেছে যে, এই আসন্ন ফ্যান এডিশনের মডেলটির পরিমাপ ৭৬.৫ x ১৫৮.০ x ৮.২ মিলিমিটার এবং ওজন ২১০ গ্রাম। ভারতে Samsung Galaxy S23 FE-এর দাম ৫৪,৯৯৯ টাকার কাছাকাছি থাকবে বলে শোনা যাচ্ছে। বাজারে আসতে পারে অক্টোবর-সেপ্টেম্বর মাসের মধ্যে।