বাজার আসার আগেই ছবি ফাঁস, কী কী চমক নিয়ে আসছে Samsung Galaxy S23 FE

স্যামসাং (Samsung) তাদের বহু প্রতীক্ষিত Galaxy S23 FE (Fan Edition) স্মার্টফোনটি এবছরের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। গত বছর…

স্যামসাং (Samsung) তাদের বহু প্রতীক্ষিত Galaxy S23 FE (Fan Edition) স্মার্টফোনটি এবছরের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। গত বছর জানুয়ারি মাসে লঞ্চ হওয়া Samsung Galaxy S21 FE-এর উত্তরসূরি মডেলটির সম্পর্কে ইতিমধ্যেই একাধিক তথ্য ফাঁস হয়েছে। আর এখন Galaxy S23 FE-এর অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এসে কালার অপশন এবং ডিজাইন তুলে ধরেছে।

Samsung Galaxy S23 FE-এর অফিসিয়াল পোস্টার

এমএসপাওয়ার স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই ফোনের প্রোমোশনাল পোস্টার শেয়ার করেছে, যা থেকে জানা যাচ্ছে যে স্যামসাংয়ের এই হ্যান্ডসেটটি চারটি আলাদা কালারে পাওয়া যাবে – পার্ল হোয়াইট, ব্ল্যাক গ্রাফাইট, পার্পল ল্যাভেন্ডার এবং অলিভ। উল্লেখযোগ্য বিষয় হল, আসন্ন স্মার্টফোনটিতে আগের প্রজন্মের গ্যালাক্সি এস২১ এফই-এর থেকে পুরু বেজেল রয়েছে বলে মনে করা হচ্ছে। গ্যালাক্সি এস২৩ এফই আর কি কি অফার করতে পারে, তা ইতিমধ্যে বিভিন্ন সূত্র মারফৎ প্রকাশ্যে এসেছে। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

Samsung Galaxy S23 FE-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড (AMOLED) ২X স্ক্রিন থাকবে, যা শার্প ভিজ্যুয়াল এবং মসৃণ স্ক্রোলিং অফার করবে। ফোনটি অঞ্চলের ওপর নির্ভর করে এক্সিনস ২২০০ বা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেটে চলবে বলে শোনা যাচ্ছে। এটি সম্ভবত মাইক্রোএসডি কার্ড স্লট ছাড়া ১২৮/২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ আসবে।

ক্যামেরার ক্ষেত্রে, Samsung Galaxy S23 FE-এর রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর অবস্থান করবে৷ আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার দেখা যেতে পারে। Samsung Galaxy S23 FE সেপ্টেম্বরের শেষ বা নভেম্বর মাস নাগাদ লঞ্চ হতে পারে৷