পুজোর আগে চমক, কম দামে প্রিমিয়াম ফিচার্স নিয়ে 4 অক্টোবর লঞ্চ হচ্ছে Samsung Galaxy S23 FE
স্যামসাং (Samsung) গত কয়েকদিন ধরে ভারতে Galaxy S23 FE, Galaxy Tab S9 FE সিরিজ এবং Galaxy Buds FE টিডব্লিউএস (TWS)...স্যামসাং (Samsung) গত কয়েকদিন ধরে ভারতে Galaxy S23 FE, Galaxy Tab S9 FE সিরিজ এবং Galaxy Buds FE টিডব্লিউএস (TWS) ইয়ারবাডসের মতো নতুন Fan Edition ডিভাইসের আগমন নিয়ে টিজ করছে। বিশেষ করে, বহু প্রতীক্ষিত Samsung Galaxy S23 FE মডেলটিকে ইদানিং “The New Epic” ট্যাগলাইন দিয়ে প্রচার হচ্ছে। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে, আগামী ৪ অক্টোবর ভারতে Samsung Galaxy S23 FE লঞ্চ হতে চলেছে। আসুন তাহলে লঞ্চের আগে, ফোনটির সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, দেখে নেওয়া যাক।
Samsung Galaxy S23 FE: স্পেসিফিকেশন (সম্ভাব্য)
নানা সূত্রে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশনের অধিকাংশ স্পেসিফিকেশন সামনে এসেছে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমন্বিত ৬.৩ ইঞ্চির ফুলএইচডি+ ডায়নামিক অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। কিছু দেশে, গ্যালাক্সি এস২৩ এফই-কে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেটের সাথে লঞ্চ করা হবে। আর অন্যান্য জায়গায় এটি স্যামসাংয়ের এক্সিনস ২২০০ চিপসেট ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। স্যামসাং ভারতে এস২৩এফই-এর কোয়ালকম স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্ট লঞ্চ করবে বলে অনুমান।ফোনটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১ (One UI 5.1) কাস্টম স্কিনে রান করবে।
ক্যামেরার ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই-এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স উপস্থিত থাকবে। আর সেলফির জন্য, ফোনের সামনে ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করতে পারে। নিরাপত্তার জন্য, গ্যালাক্সি এস২৩ এফই-তে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy S23 FE-তে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এছাড়াও, এই স্যামসাং ফোনটি জল ও ধুলো প্রতিরোধী আইপি (IP) রেটিং সহ আরও কিছু উৎকৃষ্ট মানের বৈশিষ্ট্য অফার করবে বলে আশা করা হচ্ছে৷
অনুমান করা হচ্ছে যে, ভারতে Galaxy S23 FE-এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে যথাক্রমে ৫৪,৯৯৯ টাকা এবং ৫৯,৯৯৯ টাকা। Samsung Galaxy Tab S9 FE এবং Tab S9 FE Plus ট্যাবেরও Samsung Galaxy S23 FE-এর সাথে ৪ অক্টোবর লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।