সস্তা Samsung Galaxy S23 FE কেনার জন্য অপেক্ষা করছেন? ফ্যানদের জন্য বড় আপডেট
গত ২রা ফেব্রুয়ারি আয়োজিত Galaxy Unpacked ইভেন্টে Samsung তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ সিরিজ Galaxy S23 লঞ্চ করেছিল। এই নয়া...গত ২রা ফেব্রুয়ারি আয়োজিত Galaxy Unpacked ইভেন্টে Samsung তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ সিরিজ Galaxy S23 লঞ্চ করেছিল। এই নয়া লাইনআপের অধীনে তিনটি ফোন এসেছে, যথা - Samsung Galaxy S23, Galaxy S23+ এবং Galaxy S23 Ultra। তবে এদের পাশাপাশি ফ্যানেরা এই সিরিজের 'Fan Edition' বা 'FE' মডেলটির আত্মপ্রকাশের অপেক্ষায় বসে আছে। কেননা দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি প্রিমিয়াম রেঞ্জে S-সিরিজের হ্যান্ডসেট উন্মোচন করার পর, তুলনায় সস্তায় একটি FE মডেলও লঞ্চ করে। সেইমতো সম্প্রতি, ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে অর্থাৎ আগস্ট মাসের মধ্যে Samsung Galaxy S23 FE নামের একটি নতুন স্মার্টফোন বাজারে আসবে বলে শোনা যাচ্ছিলো৷ কিন্তু হালফিলে যে খবর আমাদের কানে এসেছে, তাতে মনে হচ্ছে এরকম কোনো মডেল নিয়ে আসার পরিকল্পনাই নাকি নেই Samsung -এর।
Samsung Galaxy S23 FE সম্ভবত লঞ্চ হবে না
রিপোর্ট অনুযায়ী, স্যামসাং, এস২৩ সিরিজের অধীনে কোনো চতুর্থ হ্যান্ডসেট আনতে রাজি নয়। অর্থাৎ, স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই (Samsung Galaxy S23 FE) চলতি বছর লঞ্চ নাও হতে পারে। এক্ষেত্রে ফোনটির লঞ্চ পুরোপুরি বাতিল করা হয়েছে, নাকি সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে, সেই বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই।
তবে সংস্থাটি যদি লঞ্চের টাইমলাইন পিছিয়ে দিয়ে ২০২৩ সালের পরিবর্তে ২০২৪ সালের প্রথমার্ধে আলোচ্য ফোনটি নিয়ে আসার পরিকল্পনা করে তাহলে খুব একটা সুবিধা হবে না বলেই মনে হয়। কেননা আগামী বছরের প্রথম কোয়ার্টারে গ্যালাক্সি এস২৩ লাইনআপের উত্তরসূরি চলে আসবে। ফলে পূর্বসূরি মডেলগুলির সামান্য হলেও মূল্যহ্রাস করা হবে। সুতরাং, গ্রাহকরা - সাশ্রয়ী মূল্যে এস২৩ সিরিজ ফোন কেনার অথবা লেটেস্ট ফিচারের Galaxy S24 সিরিজের হ্যান্ডসেট কেনার মধ্যে বিকল্প পেলে স্বাভাবিকভাবেই Galaxy S23 FE কে ত্যাগ করবে। তাই যদি উক্ত ফোনটি এই বছর চালু না হয়, তবে ধরে নিতে হবে এটি আর লঞ্চের মুখ দেখবে না।
এছাড়া, A-সিরিজের হ্যান্ডসেটগুলির দাম Galaxy S FE ডিভাইসের প্রায় সমতুল্য হওয়ায় প্রতিযোগিতায় টিকে থাকা মুশকিলের হবে। তাই সংস্থাটি হয়তো সেল মার্জিন বাড়াতে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বলে আমাদের অনুমান। যাইহোক আপাতত ধরেই নেওয়া ভালো যে Samsung Galaxy S23 FE এই বছর লঞ্চ হচ্ছে না। আর যদি সত্যি সত্যি এমনটা হয়, তবে স্যামসাং তাদের Galaxy S FE মডেলের বিকাশ স্থায়ী ভাবে বন্ধ করে দেবে এই খবর সত্যি প্রমাণিত হবে।