সস্তায় ফ্ল্যাগশিপ ফোনের মজা দেবে Samsung Galaxy S23 FE, কবে লঞ্চ জেনে নিন

Samsung ২০২০ সালে Galaxy S Fan Edition বা FE সিরিজের প্রথমবার ফোন হিসেবে নিয়ে এসেছিল Galaxy S20 FE। সেইসময় সংস্থাটি,...
SUMAN 16 Feb 2023 6:40 PM IST

Samsung ২০২০ সালে Galaxy S Fan Edition বা FE সিরিজের প্রথমবার ফোন হিসেবে নিয়ে এসেছিল Galaxy S20 FE। সেইসময় সংস্থাটি, ভবিষ্যতে আরও FE লাইনআপের হ্যান্ডসেট নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও এই পরিকল্পনা যথাযথ ভাবে বাস্তবায়িত করতে সফল হয়নি দক্ষিণ-কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি। কেননা Galaxy S20 FE ফোনের একক উত্তরসূরি হিসাবে বর্তমানে Galaxy S21 FE মডেলটি বাজারে উপলব্ধ। যদিও ২০২২ সালের ডিসেম্বরে Galaxy S22 FE নামের একটি নয়া ডিভাইসকে নিয়ে আসার কথা শোনা গিয়েছিল। তবে এখনো পর্যন্ত উক্ত মডেলটি লঞ্চের মুখ দেখেনি। যদিও এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হচ্ছে যে, চলতি বছরের শেষার্ধে Samsung Galaxy S23 FE আত্মপ্রকাশ করতে পারে।

২০২৩ সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ হতে পারে Samsung Galaxy S23 FE

দক্ষিণ কোরিয়ার প্রকাশনা সংস্থা হানকুকি (Hankooki) প্রদত্ত রিপোর্ট অনুসারে, ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে স্যামসাং, এফই সিরিজের অধীনে গ্যালাক্সি এস২৩ এফই নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে৷ যদি এই খবর সত্যি হয় তবে, Galaxy S FE সিরিজকে স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়ার গুজব মিথ্যে প্রমাণিত হয়ে যাবে। সাথে সাশ্রয়ী মূল্যে হ্যান্ডসেট খরিদ্দারদের জন্যও এটা যথেষ্ট সুসংবাদ হবে।

প্রসঙ্গত, এই রিপোর্টে Samsung এর Galaxy A74 ফোন সম্পর্কিত কিছু তথ্যও উল্লেখ আছে। জানা গেছে, Galaxy A73 ফোনের এই উত্তরসূরীটির লঞ্চ সম্ভবত বাতিল করা হয়েছে। আমাদের অনুমান, A7x হ্যান্ডসেটগুলির দাম Galaxy S FE ডিভাইসের প্রায় সমতুল্য হওয়ায় সংস্থাটি হয়তো সেল মার্জিন বাড়াতে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। রিপোর্টে আরো বলা হয়েছে যে, আসন্ন গ্যালাক্সি এস২৩ এফই ফোনকে পূর্বসূরিদের তুলনায় আরো বেশি সংখ্যক বাজারে উপলব্ধ করা হবে।

Samsung Galaxy S23 FE স্মার্টফোনে সংস্থার অপ্রকাশিত এক্সিনস ২৩০০ (Exynos 2300) প্রসেসর ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। যদিও স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ বা জেন ২ চিপসেট থাকার সম্ভাবনাও আমরা এক্ষুনি উড়িয়ে দিতে পারছিনা। যাইহোক পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি এস ফ্যান এডিশন বা এফই স্মার্টফোনটির সম্পর্কে আপাতত এইটুকুই জানা গিয়েছে।

Show Full Article
Next Story