লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S23 FE-এর দাম, কিনতে কত লাগতে পারে দেখুন

স্যামসাং (Samsung) খুব শীঘ্রই তাদের S23 সিরিজের অধীনে সাশ্রয়ী মূল্যে Galaxy S23 FE স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। দক্ষিণ...
Ananya Sarkar 26 Sept 2023 9:28 AM IST

স্যামসাং (Samsung) খুব শীঘ্রই তাদের S23 সিরিজের অধীনে সাশ্রয়ী মূল্যে Galaxy S23 FE স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি গত বছরের শুরুর দিকে তাদের ফ্যান এডিশন (Fan Edition)-এর লেটেস্ট মডেল, Galaxy S21 FE লঞ্চ করেছিল। সাম্প্রতিক রিপোর্টগুলি ইঙ্গিত দিয়েছে যে, S23 FE আগামী মাসের প্রথম দিকে আত্মপ্রকাশ করবে। তবে স্মার্টফোনের অধিকাংশ স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এবার Samsung Galaxy S23 FE-এর দামও প্রকাশ্যে এল।

আমেরিকায় Samsung Galaxy S23 FE-এর দাম (সম্ভাব্য)

মাইস্মার্টপ্রাইস দাবি করেছে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই-এর দাম আমেরিকায় ৫৯৯ ডলার (প্রায় ৪৯,৮০০ টাকা) থেকে শুরু হবে। স্টোরেজ কনফিগারেশন উল্লেখ না থাকলেও, এটি ফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের মূল্য হবে বলে অনুমান করা হচ্ছে। তুলনামূলকভাবে দেখলে, আমেরিকায় লঞ্চ হওয়া গ্যালাক্সি এস২১ এফই-এর দাম একই। যেখানে সমগোত্রীয় গুগল পিক্সেল ৭এ-এর দাম ৪৯৯ ডলার (প্রায় ৪১,৫০০ টাকা) এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৪-এর দাম ৪৫০ ডলার (প্রায় ৩৭,৪১০ টাকা) থেকে শুরু হয়।

খবর যদি সত্য হয়, তাহলে গ্যালাক্সি এস২৩ এফই আমেরিকায় সীমিত মিড-রেঞ্জ গ্রাহকদের জন্য ভাল বিকল্প হতে পারে। জানিয়ে রাখি, এই ফ্যান এডিশনের মডেলটিতে ৬.৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি অঞ্চল ভেদে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এবং এক্সিনোস ২২০০ প্রসেসর অফার করবে, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

আর ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy S23 FE-এর পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে৷ আর সামনে একটি ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy S23 FE-তে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে৷ সাম্প্রতিক রিপোর্টগুলি ইঙ্গিত করেছে যে, Samsung Galaxy S23 FE অন্যান্য Fan Edition-এর ডিভাইসগুলির সাথে আগামী ৪ অক্টোবর বাজারে পা রাখবে।

Show Full Article
Next Story