Samsung Galaxy S23 FE-এর স্ন্যাপড্রাগন ভার্সন ফ্লিপকার্টে দেখা গেল, ডিসেম্বরেই লঞ্চ?

Samsung Galaxy S23 FE গত অক্টোবর মাসে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে লঞ্চ করেছিল। আমেরিকা সহ বেশ কিছু অঞ্চলে Qualcomm...
Ananya Sarkar 16 Dec 2023 12:39 PM IST

Samsung Galaxy S23 FE গত অক্টোবর মাসে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে লঞ্চ করেছিল। আমেরিকা সহ বেশ কিছু অঞ্চলে Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর সহ এলেও, ফোনটি ভারতে Exynos 2200 চিপসেটের সঙ্গে পাওয়া যায়। তবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি Samsung Galaxy S23 FE-এর Snapdragon 8 Gen 1 ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ করতে পারে বলে জানা গেছে। একটি প্রোমোশনাল ব্যানার ফ্লিপকার্টে প্রকাশিত হওয়ার পাশাপাশি স্মার্টফোনটির Snapdragon 8 Gen 1 ভার্সনের প্রোডাক্ট পেজটিও লাইভ হয়েছে। Galaxy S23 FE Exynos বর্তমানে ৫৯,৯৯৯ টাকা (৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ) মূল্যে অ্যামাজন এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভারতে বিক্রি হচ্ছে।

Samsung Galaxy S23 FE-এর Snapdragon 8 Gen 1 ভ্যারিয়েন্ট শীঘ্রই লঞ্চ হতে পারে ভারতে

ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই-এর স্ন্যাপড্রাগন ৮ জেন ১ সংস্করণটির লঞ্চ সম্পর্কে স্যামসাং এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবে ফ্লিপকার্ট-এর প্রোডাক্ট পেজটি একদিক থেকে এই হ্যান্ডসেটের আসন্ন লঞ্চের বিষয়টি নিশ্চিত করে। ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম সহ পার্পল কালার ভ্যারিয়েন্টটি ই-কমার্স প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই-এর নতুন ভার্সনে অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ- টি যুক্ত রয়েছে। এছাড়া, অন্যান্য সমস্ত স্পেসিফিকেশন এক্সিনস সংস্করণের মতোই।

Samsung Galaxy S23 FE (ভারতীয়)-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই-তে ৬.৩ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১,০৮০ x ২,৩৪০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট অফার করে। ডিসপ্লেটিতে বায়োমেট্রিকের জন্য, একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। স্মার্টফোনটি ৮ জিবি র‍্যাম অফার করে এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে। স্যামসাং প্রতিশ্রুতি দিয়েছে যে, ডিভাইসটিতে ৪ বছরের ওএস (OS) আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি প্যাচ প্রদান করা হবে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy S23 FE (ভারতীয়)-এর ট্রিপল রিয়ার ক্যামেরা মডিউলে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ওআইএস সাপোর্ট সহ একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স৷ আর ফোনের সামনের পাঞ্চ-হোল কাটআউটে একটি ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy S23 FE-তে ২৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত রয়েছে। এই ফোনটি তিনটি আকর্ষণীয় কালার অপশনে ভারতের বাজারে পাওয়া যায় - মিন্ট, গ্রাফাইট এবং পার্পল।

Show Full Article
Next Story