Samsung Galaxy S23 নিয়ে বড় আপডেট, ব্যাটারি লাইফ বাড়াতে থাকবে Snapdragon 8 Gen 2 প্রসেসর
Samsung গত ফেব্রুয়ারি মাসে এবছরের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked 2022) ইভেন্টে উন্মোচন করে তাদের লেটেস্ট...Samsung গত ফেব্রুয়ারি মাসে এবছরের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked 2022) ইভেন্টে উন্মোচন করে তাদের লেটেস্ট Galaxy S22 সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি। আবার, চলতি মাসেই স্যামসাং আয়োজন করেছিল তাদের এবছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটির, যেখানে সংস্থা তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন, Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4-এর ওপর থেকে পর্দা সরিয়েছে। আর বর্তমানে কোম্পানি Galaxy S-সিরিজের পরবর্তী প্রজন্মের ফোনগুলির ওপর মনোনিবেশ করেছে বলে শোনা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, আসন্ন Samsung Galaxy S23 সিরিজের স্মার্টফোনগুলি Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট দ্বারা চালিত হবে এবং এবছরের লাইনআপে কোম্পানি ব্যাটারি দক্ষতার ওপর বেশি জোর দেবে বলে আশা করা যায়।
Samsung Galaxy S23-এ থাকবে Qualcomm-এর পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ প্রসেসর ও উন্নত ব্যাটারি
গত ফেব্রয়ারি মাসে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের হ্যান্ডসেটগুলিতে কোয়ালকমের বর্তমান স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার গত মে মাসে এই চিপসেটের আপগ্রেড সংস্করণ হিসেবে বাজারে পা রাখে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১। তবে, এই মোবাইল প্ল্যাটফর্মটি শক্তিশালী হলেও একই সঙ্গে এটি অতিরিক্ত পাওয়ার খরচ করে এবং তাপও উৎপন্ন করে। তাই পরবর্তী প্রজন্মের চিপগুলির জন্য, কোয়ালকম ব্যাটারি খরচের ওপর বিশেষভাবে লক্ষ্য রাখবে বলে জানা গেছে।
প্রসঙ্গত এখনও পর্যন্ত যে তথ্যগুলি সামনে এসেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরটির মডেল নম্বর SM8550 এবং কোডনেম কাইলুয়া (Kailua)। এই অক্টা-কোর চিপটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর দ্বিতীয় প্রজন্মের ৪ ন্যানোমিটার প্রক্রিয়া ব্যবহার করে তৈরি করা হবে। এতে দ্রুততর কর্টেক্স-এক্স৩ কোর থাকবে, যা স্ন্যাপড্রাগন ৮ জেন ১ মডেলে থাকা কর্টেক্স-এক্স১-এর তুলনায় ২৫% পারফরম্যান্স বুস্ট দেবে, সেইসাথে এতে থাকবে দুটি কর্টেক্স-এ৭১৫, দুটি কর্টেক্স-এ৭১০ এবং তিনটি কর্টেক্স-এ৫১০ কোর।
উল্লেখ্য, কয়েক মাস আগে জানা গিয়েছিল যে, Qualcomm Snapdragon 8 Gen 2 এফিসিয়েন্সি পরীক্ষাগুলিতে তার পূর্বসূরিদের তুলনায় ভাল পারফর্ম করেছে। নতুন এই চিপটি আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে ঘোষণা করা হতে পারে এবং Samsung Galaxy S23 সিরিজটি আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের শুরুতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।