পাতিলেবুর রঙে Samsung এর নয়া স্মার্টফোন, লঞ্চ অফারে পাবেন 13,000 টাকা ডিসকাউন্ট

স্যামসাং গত ফেব্রুয়ারি মাসে তাদের এ বছরের ফ্ল্যাগশিপ Galaxy S23 সিরিজটি লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে বাজারে পা রেখেছে...
Ananya Sarkar 16 May 2023 3:52 PM IST

স্যামসাং গত ফেব্রুয়ারি মাসে তাদের এ বছরের ফ্ল্যাগশিপ Galaxy S23 সিরিজটি লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে বাজারে পা রেখেছে তিনটি স্মার্টফোন - Galaxy S23, S23+ এবং S23 Ultra। সবকটি হ্যান্ডসেটই একাধিক আকষর্ণীয় কালার অপশনে উপলব্ধ। তার মধ্যে স্ট্যান্ডার্ড Galaxy S23 মডেলটি ফ্যান্টম ব্ল্যাক, গ্রিন, ল্যাভেন্ডার এবং ক্রিম- এই কালার ভ্যারিয়েন্টগুলির সাথে লঞ্চ হয়। তবে শোনা যাচ্ছিল এটি আরও রঙের বিকল্পে বাজারে হাজির হতে পারে। আর এখন, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি প্রত্যাশা মতোই Samsung Galaxy S23-এর একটি নতুন কালার অপশন লঞ্চ করেছে। নয়া রংটির নাম Galaxy S23 Lime। আসুন নয়া লাইম কালার ভ্যারিয়েন্টটির বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

লঞ্চ হল Samsung Galaxy S23-এর লাইম কালার ভ্যারিয়েন্ট

স্যামসাং গ্যালাক্সি এস২৩-এর লাইম ভ্যারিয়েন্টটিতে এর গ্রীন অপশনটির তুলনায় একটু ভিন্ন শেড রয়েছে। তবে রঙ ছাড়া, এই নতুন মডেলটির ডিজাইন, মূল স্পেসিফিকেশন বা মূল্য অন্যান্য বিকল্পগুলির মতোই হবে। গ্যালাক্সি এস২৩-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে ৭৪,৯৯৯ টাকা এবং ৭৯,৯৯৯ টাকা। লাইম কালার অপশন ১৬ মে থেকে লিডিং অনলাইন এবং অফলাইন রিটেইল স্টোরে কেনার জন্য উপলব্ধ হবে।

লঞ্চ অফারের অংশ হিসাবে, গ্রাহকরা গ্যালাক্সি এস২৩ কিনলে ৫,০০০ টাকার ক্যাশব্যাকের সাথে ৮,০০০ টাকার আপগ্রেড বোনাস পেতে পারেন। এর ফলে স্মার্টফোনের দাম কমে দাঁড়াবে মাত্র ৬১,৯৯৯ টাকা হবে। এছাড়াও, এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের কার্ডগুলিতে ৯ মাসের নো-কস্ট ইএমআই ব্যবস্থাও উপলব্ধ৷

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, Samsung Galaxy S23-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ভিকটাস ২ সহ ৬.১ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত। ফোনটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে৷

পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy S23-এ ২৫ ওয়াট ওয়্যার্ড এবং ১০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৩,৯০০ এমএএইচ ব্যাটারি ইউনিট বর্তমান। আর নিরাপত্তার জন্য, এই স্যামসাং ফোনে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং রয়েছে।

Show Full Article
Next Story