Samsung Galaxy S23 সিরিজের প্রতিটি ফোনের ছবি ফাঁস, কী চমক ফ্যানদের জন্য

স্যামসাং তাদের পরবর্তী প্রজন্মের Samsung Galaxy S23 ফ্ল্যাগশিপ সিরিজটি আগামী বছরের শুরুতে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে, এই লাইনআপের লঞ্চ ইভেন্টটি ফেব্রুয়ারির…

স্যামসাং তাদের পরবর্তী প্রজন্মের Samsung Galaxy S23 ফ্ল্যাগশিপ সিরিজটি আগামী বছরের শুরুতে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে, এই লাইনআপের লঞ্চ ইভেন্টটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। যদিও, স্যামসাং এখনও তাদের পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্টের লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে, তার আগেই অনলাইনে আসন্ন S-সিরিজের স্মার্টফোনগুলি সম্পর্কে একাধিক তথ্য ফাঁস হতে শুরু করেছে। আর এখন Galaxy S23 সিরিজের মডেলগুলির ডামি ইউনিটের ছবি প্রকাশ্যে এসেছে, যা হ্যান্ডসেটগুলির ডিজাইন প্রদর্শন করেছে। ডামি ইউনিটগুলি সাধারণত শিল্প সূত্র বা বিভিন্ন রিপোর্টের মাধ্যমে ফাঁস হওয়া বিবরণের ভিত্তিতে কেস নির্মাতারা তৈরি করে থাকে। তাহলে আসুন এগুলি থেকে আপকামিং Samsung Galaxy S23 লাইনআপের মডেলগুলি সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Samsung Galaxy S23 লাইনআপের ডামি ইউনিটের রেন্ডার

স্ল্যাশলিক্স-এ নয়া স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের রেন্ডারগুলি আপলোড করা হয়েছে। এই ফাঁস হওয়া ডিজাইন রেন্ডার অনুসারে, পরবর্তী এস-লাইনআপে কিছুটা বক্সি, ফ্ল্যাট ফ্রেমের ডিজাইনে থাকবে। তারমধ্যে, গ্যালাক্সি এস২৩ আল্ট্রা মডেলটি তার পূর্বসূরির সাথে সাদৃশ্যপূর্ণ হবে, যেখানে স্ট্যান্ডার্ড এস২৩ এবং গ্যালাক্সি এস২৩ প্লাস-এর ডিজাইনে কিছু পরিবর্তন এসেছে।

তবে, সিরিজের বাকি দুই মডেলের সাথে গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এর ক্যামেরা কাটআউটের ডিজাইনের মিল রয়েছে। এবার আর ব্যাক প্যানেলে কোনও মডিউল দেখা যাবে না, যা আগে ফ্রেমে মিশে যেত। পরিবর্তে, গ্যালাক্সি এস২৩ এবং গ্যালাক্সি এস২৩ প্লাস-এ ট্রিপল-ক্যামেরা সেটআপের জন্য তিনটি বৃত্তাকার কাটআউট থাকবে। সেন্সরগুলির পাশে একটি এলইডি ফ্ল্যাশও অবস্থান করবে। আর টপ-এন্ড ফ্ল্যাগশিপ এস২৩ আল্ট্রার রিয়ার শেলে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ, লেজার অটো-ফোকাস এবং একটি এলইডি ফ্ল্যাশ মডিউল উপস্থিত থাকবে।

এছাড়াও, ছবিগুলি প্রকাশ করেছে যে নতুন স্যামসাং ডিভাইসগুলির ডান প্রান্তে পাওয়ার এবং ভলিউম বাটন থাকবে, যেখানে সিম কার্ড ট্রে-টি বাম দিকে অবস্থান করবে। ফোনটির নীচের অংশে মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অবস্থান করবে। আর ডিসপ্লের শীর্ষ-কেন্দ্রে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। এই ফোনগুলির অন্যান্য বিবরণও অনলাইনে ফাঁস হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের স্পেসিফিকেশনগুলি সম্পর্কে এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, চলুন জেনে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার – Samsung Galaxy S23 Series Specifications and Features

টপ-অফ-দ্য-লাইন Galaxy S23 Ultra-এ ৬.৮ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কোয়াড-এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে। যদিও স্ক্রিনের আকার একই, তবে এটি iPhone 14 Pro মডেলের চেয়ে উজ্জ্বল হবে। সাম্প্রতিক লিক অনুসারে, S23 Ultra-এর ডিসপ্লেটি ২,২০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। উল্টোদিকে, লেটেস্ট আইফোন মডেলগুলিতে সর্বোচ্চ ২,০০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, Galaxy S23 Ultra-এর ব্যাক প্যানেলে নতুন ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১২০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৩x ও ১০x অপটিক্যাল জুম সহ দুটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো শ্যুটার অবস্থান করবে। আর ফোনের সামনে অবস্থিত পাঞ্চ-হোল কাটআউটে একটি ১২ মেগাপিক্সেলের বা একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, S23 Ultra-এ ২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং কমপক্ষে ১৫ মেগাপিক্সেলের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

আবার, Galaxy S23 এবং Galaxy S23 Plus-এ একই ধরণের ক্যামেরা হার্ডওয়্যার থাকবে। এই দুই ফোনের ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা অবস্থান করবে৷ আর সেলফির জন্য, হ্যান্ডসেটগুলির সামনে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে।

তবে, স্ট্যান্ডার্ড ও প্লাস মডেলের ডিসপ্লের আকার এবং ব্যাটারির ক্ষমতা ভিন্ন হবে। Galaxy S23-এ একটি ৬.১ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেখা যাবে, যেখানে S23 Plus-এ ৬.৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। উভয় মডেলেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং এগুলির স্ক্রিনটি ফ্ল্যাট হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy S23-এ ৩,৯০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে, যেখানে Galaxy S23 Plus মডেলটি ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে৷ উভয় মডেল ২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

উন্নত পারফরম্যান্সের জন্য, তিনটি মডেলই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। Galaxy S23 সিরিজের একটি কাস্টম-টিউনড ভ্যারিয়েন্টের জন্য স্যামসাং এবং কোয়ালকম একত্রে কাজ করছে বলে শোনা যাচ্ছে, যা আরও ভালো পারফরম্যান্স এবং দক্ষতা অফার করবে। Galaxy S23 এবং Galaxy S23 Plus কমপক্ষে ৮ জিবি র‍্যাম অফার করবে, যেখানে আল্ট্রা ভ্যারিয়েন্টের বেস মডেলটি ১২ জিবি র‍্যামের সাথে আসতে পারে। তিনটি ডিভাইসই লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক ওয়ান ইউআই ৫ (OneUI 5) কাস্টম স্কিনে রান করবে।