Samsung Galaxy S23 সিরিজের ফোন কিনবেন ভাবছেন? পাবেন না এই সুবিধা

দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ প্রযুক্তি সংস্থা স্যামসাং চলতি বছরের শুরুতে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ Galaxy S22 সিরিজটি উন্মোচন...
Ananya Sarkar 8 Oct 2022 12:43 PM IST

দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ প্রযুক্তি সংস্থা স্যামসাং চলতি বছরের শুরুতে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ Galaxy S22 সিরিজটি উন্মোচন করার পর, বর্তমানে এর উত্তরসূরি Samsung Galaxy S23 লাইনআপের ডিভাইসগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজে স্ট্যান্ডার্ড Galaxy S23, Galaxy S23+ এবং Galaxy S23 Ultra মডেলগুলি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। আগামী বছরের শুরুর দিকে এই স্মার্টফোনগুলি উন্মোচন করা হতে পারে। Galaxy S23 সিরিজের বিভিন্ন দিক নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। আর এখন এক বিশেষজ্ঞ জানিয়েছেন যে, আসন্ন সিরিজটি শুধুমাত্র সীমিত সংখ্যক কালার অপশনে বাজারে আসতে পারে।

Samsung Galaxy S23 সিরিজের হ্যান্ডসেটগুলিতে দেখা যাবে না অনেক রঙের বিকল্প

ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টস (DSCC)-এর সিইও, রস ইয়ং বৃহস্পতিবারে টুইট করে জানিয়েছেন যে, গ্যালাক্সি এস২৩ সিরিজের তিনটি হ্যান্ডসেটই শুধুমাত্র বেইজ, ব্ল্যাক, গ্রীন এবং লাইট পিঙ্ক- এই চারটি কালারে পাওয়া যাবে। স্যামসাংও জানিয়েছে যে, তারা তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজের সাথে অফার করা কালার অপশনগুলির সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে।

https://twitter.com/DSCCRoss/status/1578079110047232000

অন্যদিকে, গ্যালাক্সি এস২২ লাইনআপটি যদিও অনেকগুলি কালার অপশনে উপলব্ধ রয়েছে। মডেলের ওপর নির্ভর করে, গ্রাহকরা বোরা পার্পল, ফ্যান্টম হোয়াইট, ফ্যান্টম ব্ল্যাক, পিঙ্ক গোল্ড, স্কাই ব্লু, গ্রাফাইট, রেড বা আরও কিছু রঙে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের স্মার্টফোনগুলি বেছে নিতে পারেন।

প্রসঙ্গত, আসন্ন গ্যালাক্সি এস২৩ সিরিজকে নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। একটি সাম্প্রতিক রিপোর্ট দাবি করা হয়েছে যে, গ্যালাক্সি এস২৩+ হ্যান্ডসেটটি ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে এবং টপ-এন্ড গ্যালাক্সি এস২৩ আল্ট্রা মডেলটিতে থাকবে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি৷ এই রিপোর্টে আরও জানানো হয়েছে যে, স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এস২৩ এবং গ্যালাক্সি এস২৩+-এ তাদের পূর্বসূরি গ্যালাক্সি এস২২ এবং গ্যালাক্সি এস২২+-এর মতোই একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে।

এছাড়া, Samsung Galaxy S23 লাইনআপটি আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হবে, যেটি আগামী মাসে আয়োজিত কোয়ালকমের পরবর্তী স্ন্যাপড্রাগন সামিট (Snapdragon Summit)-এ উন্মোচন করা হবে বলে জানা গেছে। এই চিপসেটটি একটি উন্নত নিউরাল প্রসেসিং ইউনিট (NPU), ইমেজ সিগন্যাল প্রসেসর (ISP) এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) সহ আসবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি Galaxy S23 Ultra-এর কিছু রেন্ডারও অনলাইনে ফাঁস হয়েছে, যা ইঙ্গিত করে যে আগের প্রজন্মের Galaxy S22 Ultra-এর তুলনায় এর ডিজাইনে ব্যাপক কোনও পরিবর্তন দেখা যাবে না। হ্যান্ডসেটটিতে বড় ৬.৮ ইঞ্চির ডিসপ্লে অবস্থান করবে বলে জানা গেছে।

Show Full Article
Next Story