ফোনের সুরক্ষায় এক নম্বর Gorilla গ্লাস কভার ব্যবহার করবে Samsung, মেঝেতে পড়লেও থাকবে অক্ষত

স্যামসাং (Samsung) আগামী ১ ফেব্রুয়ারি তাদের তিন নতুন ফ্ল্যাগশিপ ফোন '- Galaxy S23, S23+ এবং S23 Ultra লঞ্চের তোড়জোড়...
Ananya Sarkar 28 Jan 2023 1:51 PM IST

স্যামসাং (Samsung) আগামী ১ ফেব্রুয়ারি তাদের তিন নতুন ফ্ল্যাগশিপ ফোন '- Galaxy S23, S23+ এবং S23 Ultra লঞ্চের তোড়জোড় শুরু করেছে। এদের সম্পর্কে ইতিমধ্যেই অনলাইনে বহু তথ্য ফাঁস হয়েছে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটিও নিজেও Galaxy S23 সিরিজের বেশ কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছে। এবার মার্কিন সংস্থা কর্নিং (Corning) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, Samsung ওই প্রিমিয়াম ফোনগুলিতে Corning এর নতুন Gorilla Glass Victus 2 ব্যবহার করবে। এটি হল একটি নতুন ধরনের মোবাইল ফোন প্যানেল গ্লাস, যা Gorilla Glass Victus-এর চেয়েও শক্ত এবং টেকসই।

Samsung Galaxy S23-এ ব্যবহৃত হবে নতুন প্রযুক্তির Gorilla Glass

স্যামসাং তাদের নতুন Samsung Galaxy S23 ফ্ল্যাগশিপ সিরিজে এই নতুন কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ গ্লাস ব্যবহার করবে। এই গ্লাস প্যানেলটি মুক্তি পায় গত বছরের নভেম্বরে। এটি একটি নতুন গ্লাস কম্পোজিশন ব্যবহার করে, যা ভিকটাসের মতো একই স্ক্র্যাচ প্রতিরোধ বজায় রেখে ড্রপ প্রতিরোধের উন্নতি করে। রিপোর্ট অনুযায়ী, গ্লাস দিয়ে সজ্জিত একটি ২০০ গ্রাম ওজনের টেস্টিং ইউনিট কংক্রিটের রাস্তায় ১ মিটার উচ্চতা থেকে বিনা ক্লেশে পতন সহ্য করেছিল। আর সামান্য নরম অ্যাসফল্টের রাস্তায়, এটি ২ মিটার উচ্চতা থেকে ফ্রি ফল সহ্য করতে পারে।

কর্নিং গরিলা গ্লাসের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার ডেভিড ভেলাসকুয়েজ বলেছেন যে, বর্তমান সময়ের গ্রাহকরা তাদের মোবাইল ফোনে অটুট ডিসপ্লে আশা করেন। সম্পূর্ণ সততার সাথে, এক দশকেরও বেশি সময় ধরে, গরিলা গ্লাস মোবাইল ফোন ব্যবহারকারীদের চাহিদা পূরণ করেছে এবং শক্ত হাউসিং মেটেরিয়ালের জন্য মান নির্ধারণ করেছে। তিনি এর সাথে যোগ করেছেন যে, স্যামসাংয়ের সাথে কর্নিংয়ের দীর্ঘস্থায়ী পার্টনারশিপ চালিয়ে যেতে এবং এর সর্বশেষ গ্যালাক্সি স্মার্টফোনগুলিতে তাদের সাম্প্রতিক উদ্ভাবনগুলিকে ব্যবহার করতে পেরে তারা আনন্দিত।

আবার, স্যামসাং ইলেকট্রনিক্স-এর মোবাইল এক্সপেরিয়েন্স বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ মার্কেটিং অফিসার স্টেফানি চোই জানান যে, কর্নিং তাদের পণ্যের লাইফসাইকেলে স্থায়িত্বকে একীভূত করতে প্রতিশ্রুতিবদ্ধ, পরিবেশের ওপর তাদের প্রভাব কমানোর পাশাপাশি কর্মক্ষমতা উন্নত করতে স্যামসাং কর্নিংয়ের মতো সমমানসিকতার অংশীদারদের সাথে কাজ করে থাকে। স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি ফ্ল্যাগশিপ মোবাইল ফোনগুলি হল কর্নিং-এর গরিলা গ্লাস ভিকটাস ২ দ্বারা সজ্জিত প্রথম ডিভাইস, যা এগুলিকে আরও টেকসই বানাবে এবং এর স্থায়িত্ব বৃদ্ধি করবে।

জানা গিয়েছে, Samsung Galaxy S23 সিরিজের ডিজাইনের ক্ষেত্রে কিছু সূক্ষ্ম পরিবর্তন আসবে। এই ডিভাইসগুলি একটি ছোট ফ্রন্ট ক্যামেরা হোল ব্যবহার করবে তবে মাঝের ফ্রেমটি বড় হবে। অর্থাৎ, ডিসপ্লের বরাদ্দ অংশ আগের জেনারেশনের তুলনায় বাড়বে।
নির্দিষ্ট পরিসংখ্যানের সাপেক্ষে, Samsung Galaxy S23 স্ট্যান্ডার্ড সংস্করণের পুরুত্ব তিন দিকে সমান হবে। বাম, ডান এবং ওপরের অংশগুলি ৩.০ মিলিমিটার পুরু হবে। তবে, চিনটি এর চেয়ে ০.২ মিলিমিটার স্থূল হবে, অর্থাৎ এর পুরুত্ব ৩.২ মিলিমিটার হবে। আর পাঞ্চ হোলের ব্যাস হবে ৩.০ মিলিমিটার। মিডল ফ্রেমের বর্ধিত বেধের কারণে, এই ডিভাইসের ফ্যান্টম ব্ল্যাক সংস্করণে স্পষ্টতই পুরু ফ্রেম থাকতে পারে। ফ্রেমের আকার Galaxy A53/A54-এর কাছাকাছি হওয়া উচিত। সুতরাং, ডিভাইসটির সামগ্রিক এক্সপেরিয়েন্সও একই রকম হবে। এগুলি ছাড়া, Galaxy S23 সিরিজ উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নাও আনতে পারে। তবে রিয়ার ক্যামেরার মডিউল ডিজাইন আগের জেনারেশনের থেকে একদম আলাদা হবে।

Galaxy S23-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

স্ট্যান্ডার্ড Galaxy S23 স্মার্টফোনে ৬.১ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৭৫০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৩,৯০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ডিভাইসটি নিয়মিত ব্যবহারের সাথে একটি পুরো দিন স্থায়ী হতে পারে। Samsung Galaxy S23 সিরিজটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২-এর একটি ওভারক্লকড সংস্করণ দ্বারা চালিত হবে এবং এর ক্লক স্পিড হবে ৩.৩৬ গিগাহার্টজ, যা সাধারণ সংস্করণের থেকে বেশি। এই সিরিজে স্যাটেলাইট কমিউনিকেশন ফিচারটি সাপোর্ট করবে, যা ইতিমধ্যেই iPhone 14 এবং Huawei Mate 50 সিরিজে রয়েছে।

Show Full Article
Next Story