Samsung এর পুরানো ফোনে এবার Galaxy AI ফিচার, মেসেজ লেখা বা ফটো এডিট সহ এই সুবিধা পাবেন
Samsung Galaxy S24 সিরিজের সাথে সম্প্রতি লঞ্চ হয় One UI 6.1 কাস্টম স্কিন ও Galaxy AI ফিচার। দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি...Samsung Galaxy S24 সিরিজের সাথে সম্প্রতি লঞ্চ হয় One UI 6.1 কাস্টম স্কিন ও Galaxy AI ফিচার। দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি নিশ্চিত করে যে, শীঘ্রই পুরানো বেশকিছু ফোনে নয়া এই ফিচারের আপডেট আসবে। সেইমতো এখন Samsung Galaxy S23 সিরিজ, Z Fold 5, Z Flip 5, ও Tab S9 সিরিজের ডিভাইসে Galaxy AI ফিচার এল।
Samsung Galaxy AI এর বিশেষ বিশেষ ফিচার
চ্যাট অ্যাসিস্ট: এই বৈশিষ্ট্যটি মেসেজ লেখার সময় বিভিন্ন পরামর্শ দেয়। এটি ১৩টি ভিন্ন ভাষা সমর্থন করে।
গুগল ক্লিক টু সার্চ: এই বৈশিষ্ট্যটির সাহায্যে আপনি আরও তথ্য জানতে জন্য কোনও বস্তু বা অঞ্চলের চারপাশে বৃত্ত টানতে পারেন।
জেনারেটিভ এডিট: এর সাহায্যে ব্যবহারকারীরা ফটো থেকে অযাচিত উপাদানগুলি সরাতে পারেন, ফটোর মধ্যে বিভিন্ন অবজেক্টগুলি এদিক ওদিক করতে পারেন।
ইনস্ট্যান্ট স্লো-মো: এই ফিচারটি ভিডিওকে স্লো-মোশন ফুটেজে রূপান্তর করতে এআই প্রসেসিং প্রয়োগ করে।
লাইভ ট্রান্সেলেট: ভয়েস কল এবং মেসেজিং অ্যাপে মুহুর্তে কোনো কিছু অনুবাদ করে দেয়।
নোট অ্যাসিস্ট: স্যামসাং নোটস অ্যাপের মধ্যে বিশেষ বিশেষ অংশ দেখায় ও সংক্ষিপ্তসার করে।
এডিট সাজেশন: ছবি এডিটের জন্য বিভিন্ন মতামত দেয়।
Samsung Galaxy S23 সিরিজ, Z Fold 5, Z Flip 5, ও Tab S9 সিরিজের ডিভাইসে ইতিমধ্যেই নতুন আপডেটের নোটিফিকেশন চলে এসেছে। তবে আপনি এখনও নোটিফিকেশন না পেলে ফোনের Settings > System updates > Check for system updates অপশন চেক করে এই আপডেট ডাউনলোড ও ইন্সটল করতে পারেন।