বিশ্বের সেরা সেলফি ক্যামেরা যুক্ত স্মার্টফোনের তালিকায় নাম উঠল Samsung Galaxy S23 Ultra-র

গত ফেব্রুয়ারি মাসে Samsung Galaxy S23, Galaxy Galaxy S23+ এবং Galaxy S23 Ultra মডেলের তিনটি তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন...
Ananya Sarkar 17 May 2023 1:28 PM IST

গত ফেব্রুয়ারি মাসে Samsung Galaxy S23, Galaxy Galaxy S23+ এবং Galaxy S23 Ultra মডেলের তিনটি তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন বিশ্বজুড়ে লঞ্চ হয়েছে। যা মধ্যে 'Ultra' হল সবচেয়ে প্রিমিয়াম মডেল। এটি উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশন অফার করে। S23 Ultra-এর ক্যামেরা অন্যতম হাইলাইট। ফোনটির সেলফি ক্যামেরা এখন ডিএক্সওমার্ক (DxOMark) দ্বারা পরীক্ষিত হয়েছে সেখানে বিশ্বের সেরা দশটি সেলফি ক্যামেরা যুক্ত স্মার্টফোনের তালিকায় নাম লিখিয়েছে।

Samsung Galaxy S23 Ultra স্থান করে নিল DxOMark-এর সেরা দশ সেলফি ক্যামেরার তালিকায়

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এর সেলফি ক্যামেরাটি ডিএক্সওমার্ক-এর টেস্টে সামগ্রিকভাবে ১৪১ পয়েন্ট স্কোর করেছে। এই নম্বর ভিডিও এবং ফটো বিভাগে সেলফি ক্যামেরাটির পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। ভিডিওগ্রাফিতে ১৪৫ পয়েন্ট এবং ফটোগ্রাফিতে ১৩৯ পয়েন্ট অর্জন করেছে এটি। ডিএক্সওমার্ক উল্লেখ করেছে, গ্যালাক্সি এস২৩-এর সেলফি ক্যামেরা ফটো এবং ভিডিও উভয় ক্ষেত্রেই ভালো এক্সপোজার এবং ওয়াইড ডাইনামিক রেঞ্জ অফার করে।

তবে এতে সমস্যা যে একেবারেই নেই, তা নয়। এই স্যামসাং গ্যালাক্সি ফোনে মাঝে মধ্যে লো লাইট দৃশ্যে আন্ডার এক্সপোজারের কিছু সমস্যা দেখা দিয়েছিল। কম আলোতে এটি মাঝে মাঝে দৃশ্যের ডিটেইলস প্রদানে ব্যর্থ হয়েছে এবং ফটো মোডে কনট্রাস্টেরও অভাব ছিল।

এমনকি, ডিএক্সওমার্ক ঘোস্টিং, রিঙ্গিং এবং হিউ শিফট আর্টিফ্যাক্ট কিছু কিছু ক্যাপচারে খুঁজে পেয়েছে। তবে এগুলি বাদ দিলে, ডিভাইসটি তার সঠিক হোয়াইট ব্যালেন্স এবং উজ্জ্বল ও ইনডোর লাইটিং পরিবেশে স্বাভাবিক চেহারার স্কিন টোনগুলি তুলে ধরার জন্য বহু প্রশংসা কুড়িয়েছে। এর অটোফোকাসও ছিল দ্রুত এবং নির্ভুল। পরীক্ষার সময় অধিকাংশ দৃশ্যে, নয়েজের মাত্রা বেশি ছিল না, আর বোকেহ এফেক্টের সঠিক ডেপ্থ এস্টিমেশন ছিল। স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা তার কার্যকর ভিডিও স্ট্যাবিলাইজেশনের জন্যও প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, Samsung Galaxy S23 Ultra এখনও পর্যন্ত ডিএক্সওমার্ক-এর পরীক্ষা করা সমস্ত স্মার্টফোনের মধ্যে সেলফি ক্যামেরার জন্য গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে নবম স্থানটি অধিকার করে নিয়েছে। অন্যদিকে, এটি আল্ট্রা প্রিমিয়াম র‍্যাঙ্কিংয়ে অষ্টম অবস্থানে রয়েছে। অর্থাৎ, এটা স্পষ্ট যে স্যামসাং একটি খুবই উৎকৃষ্ট মানের সেলফি ক্যামেরার সাথে তাদের এবছরের S-সিরিজের ফ্ল্যাগশিপটি লঞ্চ করেছে, যা বেশিরভাগ পরিস্থিতিতে দুর্দান্ত ফলাফল প্রদান করে।

Show Full Article
Next Story