ভুলবশত 50 হাজার টাকা সস্তায় বিক্রি হল Samsung Galaxy S23 Ultra, গিফট সহ টাকা ফেরত দিচ্ছে ফ্লিপকার্ট

অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি প্রায়শই এমন অফার এবং ডিল নিয়ে আসে যা ক্রেতাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। সম্প্রতি এমনই একটি...
techgup 11 Jan 2024 1:53 PM IST

অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি প্রায়শই এমন অফার এবং ডিল নিয়ে আসে যা ক্রেতাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। সম্প্রতি এমনই একটি অফার সামনে এসেছিল। Samsung এর একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন হঠাৎ করেই ৫০,০০০ টাকায সস্তায় পাওয়া যাচ্ছিল। ফলে স্বাভাবিক ভাবেই সবাই ফোনটি কেনার চেষ্টা করে। কিন্তু পরে জানা যায় যে দুর্ঘটনাক্রমে এত সস্তায় লিস্টিং করা হয়েছিল ডিভাইসটিকে। আর এই স্মার্টফোনের নাম Samsung Galaxy S23 Ultra।

আসলে স্যামসাংয়ের প্রিমিয়াম ফোনগুলো তাদের বিল্ড কোয়ালিটি ও ক্যামেরা পারফরম্যান্সের কারণে ব্যাপক জনপ্রিয়। তাই যদি ৫০,০০০ টাকা ছাড়ে কোনো ডিভাইস পাওয়া যায়, তাহলে কেউ কেনার সুযোগ হাতছাড়া করতে চায়না। আর এমনই একটি অফার নিয়ে হাজির হয়ে গিয়েছিল অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট। তারা Samsung Galaxy S23 Ultra ফোনটি ৫০,০০০ টাকা কম দামে বিক্রি করছিল। যারপর অনেকেই তড়িঘড়ি ডিভাইসটি অর্ডার করতে শুরু করেন। কিন্তু কিছুপর ফ্লিপকার্ট সেলার সমস্ত অর্ডার বাতিল করে দেন।

Samsung Galaxy S23 Ultra পাওয়া যাচ্ছিল ৫০,০০০ টাকা কম দামে

স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আল্ট্রা ১২৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে ফ্লিপকার্ট তাদের অ্যাপ এবং ওয়েবসাইটে ২৫,০০০ টাকা ছাড়ে ৯৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করেছিল। এছাড়া কোনও ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ২৫,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছিল।

ফলে প্রিমিয়াম ডিভাইসটি ৭৫,০০০ টাকা কমে কেনার সুযোগ পাওয়া যাচ্ছিল। তবে ফ্লিপকার্ট এরপর ভুল স্বীকার করে জানায় যে, 'বিক্রেতার ভুলের কারণে এত কমে ডিভাইসটি লিস্টিং করা হয়েছিল। তাই যারা ফোনটি অর্ডার করেছিলেন, তাদের অর্ডার বাতিল করা হচ্ছে।' এরফলে ক্রেতাদের ২,০০০ টাকার গিফট কার্ড দেওয়া হয়।

Show Full Article
Next Story