55 হাজার টাকা ডিসকাউন্ট, প্রথমবার অতি সস্তায় 200 এমপি ক্যামেরার Samsung Galaxy S23 Ultra স্মার্টফোন

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে প্রাইম মেম্বারদের জন্য শুরু হচ্ছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। এর পরের দিন থেকে সবার জন্য এই সেল শুরু হবে। অ্যামাজন…

Samsung Galaxy S23 Ultra Price Will Be Cut 55000 On Amazon Great Indian Festival Sale

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে প্রাইম মেম্বারদের জন্য শুরু হচ্ছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। এর পরের দিন থেকে সবার জন্য এই সেল শুরু হবে। অ্যামাজন এখন এই সেলের বিশেষ ডিলগুলি একের পর এক সামনে আনছে। জানা গেছে Samsung Galaxy S23 Ultra এই সেলে ৭০ হাজার টাকায় কেনা যাবে। এর সাথে ফ্লাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার দেওয়া হবে।

কিন্তু প্রশ্ন হল গত বছর লঞ্চ হওয়া Samsung Galaxy S23 Ultra কি এই বছর কেনা উচিত? আসলে ফিচারের দিক এই স্মার্টফোনটি অসাধারণ এবং এতেও এস-পেন সাপোর্ট করে। যেহেতু স্মার্টফোনটি যে দামে লঞ্চ হয়েছিল তার তুলনায় Amazon Great Indian Festival সেলে প্রায় ৫৫ হাজার টাকা ডিসকাউন্টে বিক্রি হবে তাই, এটি একটি দুর্দান্ত ডিল হতে পারে। আর Galaxy S23 Ultra ফোনেও ট্রেন্ডিং Galaxy AI ফিচার উপস্থিত, তাই বর্তমান সময়ের প্রায় সমস্ত ফিচার এতে উপস্থিত।

Samsung Galaxy S23 Ultra অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে কত দামে কেনা যাবে

Samsung Galaxy S23 Ultra এর ভারতে দাম শুরু হয়েছিল ১,২৪,৯৯৯ টাকা থেকে। তবে অ্যামাজনে এটি এখন ৮৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। জানা গিয়েছে, সেল চলাকালীন এর সাথে কুপন ও ব্যাঙ্ক ডিসকাউন্টের সুবিধা পাওয়া যাবে। এই সমস্ত অফারের সুবিধা নিতে পারলে ফোনটির ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৬৯,৯৯৯ টাকায় কেনা যাবে।

আরও পড়ুন: iPhone 16 কে টেক্কা দিতে বাজারে আসছে Huawei Mate 70, থাকবে কোয়াড কার্ভড স্ক্রিন

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা স্মার্টফোনের সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ব্যাক প্যানেলে আছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি, ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর ও ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ফাস্ট ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন