Samsung Galaxy S23 Ultra ফোনের ক্যামেরা নিয়ে বড় আপডেট, মিল থাকবে Galaxy S22 Ultra-র সাথে

গত ফেব্রুয়ারি মাসে Samsung তাদের Galaxy S22 সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি বিশ্ববাজারে উন্মোচন করে। তবে ইতিমধ্যেই...
Anwesha Nandi 27 Aug 2022 4:12 PM IST

গত ফেব্রুয়ারি মাসে Samsung তাদের Galaxy S22 সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি বিশ্ববাজারে উন্মোচন করে। তবে ইতিমধ্যেই টেক পাড়ায় এর উত্তরসূরি Galaxy S23 সিরিজটিকে নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে, এমনকি অনলাইনে ফাঁস হতে শুরু করেছে একাধিক গুরুত্বপূর্ন তথ্যও। দক্ষিণ কোরিয়ার সংস্থাটি পূর্বসূরির মতোই আসন্ন লাইনআপের অধীনে Galaxy S23, Galaxy S23 Plus এবং Galaxy S23 Ultra-এই তিনটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আগামী বছরের শুরুতেই গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্টে নতুন Galaxy S23 সিরিজের ফোনগুলির ওপর থেকে পর্দা সরানো হবে বলে জানা গেছে। তবে লঞ্চের এখনও বেশ কয়েক মাস বাকি থাকলেও, টপ-এন্ড Galaxy S23 Ultra-এর সম্পর্কে বেশ কিছু তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তার আগে এখন এক পরিচিত টিপস্টার দাবি করেছেন যে, S23 Ultra-এর ক্যামেরা মডিউলের ডিজাইনটি বিদ্যমান Galaxy S22 Ultra-এর মতো একই রকম হবে। প্রসঙ্গত, ওই টিপস্টারই এর আগে হ্যান্ডসেটটির ব্যাটারি এবং ডিসপ্লের আকার ফাঁস করেছিলেন। চলুন এখনও পর্যন্ত Samsung Galaxy S23 Ultra সম্পর্কে যা যা তথ্য সামনে এসেছে, তা দেখে নেওয়া যাক।

Samsung Galaxy S23 Ultra-এর ডিজাইন

স্যামসাং আগামী বছর জানুয়ারী বা ফেব্রুয়ারি মাসে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে স্ট্যান্ডার্ড এস২৩ এবং এস২৩ প্লাসের পাশাপাশি টপ-এন্ড গ্যালাক্সি এস২৩ আল্ট্রা মডেলটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আর এখন টিপস্টার আইস ইউনিভার্স (Ice Universe) টুইটারে দাবি করেছেন যে, এস২৩ সিরিজের আল্ট্রা মডেলে সেই একই ধরনের ক্যামেরা মডিউল থাকবে, যেমনটা এর পূর্বসূরি গ্যালাক্সি এস২২ আল্ট্রায় দেখা গেছে। অর্থাৎ নয়া স্যামসাং হ্যান্ডসেটিতেও কোয়াড-ক্যামেরা সেটআপ এবং লেজার ফোকাসের জন্য একইরকম কাটআউট অবস্থান করবে।

https://twitter.com/UniverseIce/status/1562648776443326465

প্রসঙ্গত, ক্যামেরার মডিউল ডিজাইন একই রকম থাকার সম্ভাবনা থাকলেও, শোনা যাচ্ছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এ একটি নতুন ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে। স্যামসাং গ্যালাক্সি এস২২-এ থাকা ১০৮ মেগাপিক্সেলের সেন্সরের পরিবর্তে আসন্ন মডেলে উচ্চতর ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে, তবে সেন্সরটির বিবরণ এখনও পর্যন্ত জানা যায়নি। সম্ভবত স্যামসাং মোটো এক্স৩০ প্রো-এ থাকা এইচপি১ সেন্সরটিই ব্যবহার করবে কিংবা আনপ্যাকড ২০২৩-এর আগে একটি নতুন সেন্সর উন্মোচন করতে পারে।

তবে, আশা করা যায় Samsung Galaxy S23 Ultra-এর কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের অন্য তিনটি ক্যামেরা সেন্সর আগের মতো একই রেজোলিউশন অফার করবে। অর্থাৎ, এতে ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ১০০এক্স পর্যন্ত জুম সহ দুটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেন্সর থাকতে পারে।

উল্লেখ্য, Samsung Galaxy S23 সিরিজের Ultra মডেলে ৩,০৮৮ x ১,৪৪০ পিক্সেল রেজোলিউশন যুক্ত ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এটি অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story