হতাশাজনক! 200MP নয়, Samsung Galaxy S23 আসছে 108MP ক্যামেরার সাথে

Samsung আগামী বছরের শুরুতে Galaxy S23 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন হবে Samsung Galaxy...
ANKITA 12 Dec 2022 11:46 AM IST

Samsung আগামী বছরের শুরুতে Galaxy S23 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন হবে Samsung Galaxy S23 Ultra। ইতিমধ্যেই এই ফোনটি FCC সার্টিফিকেশন সাইট ও Geekbench বেঞ্চমার্ক ডেটাবেসে অন্তর্ভুক্ত হয়েছে। এখন আবার একে চীনের TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখান থেকে Samsung Galaxy S23 Ultra সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে।

লিস্টিং থেকে জানা গেছে, এই ফোনের মডেল নম্বর SM-S9180। এতে ৬.৮ ইঞ্চি স্ক্রিন থাকবে, যা ১৪৪০ x ৩০৮৮ পিক্সেল রেজোলিউশন ও ১৬.৭ মিলিয়ন কালার অফার করবে। এর ওজন হবে ২৩৩ গ্রাম এবং পরিমাপ ১৬৩.৪ মিমি x ৭৮.১ মিমি x ৮.৯ মিমি। আর স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে ব্যবহৃত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের ক্লক স্পিড ৩.৩৬ গিগাহার্টজ। এছাড়া ফোনটি ৮/১২ জিবি র‌্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

তবে এই লিস্টিং থেকে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সামনে এসেছে, তা হল স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা প্রাইমারি রিয়ার ক্যামেরার বদলে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকবে। এটি 108MP ISOCELL HM3 সেন্সর হবে। অন্য তিনটি ক্যামেরা হবে ১২ মেগাপিক্সেল টেলিফটো, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল সেন্সর। আর সামনে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

Samsung Galaxy S23 Ultra ফোনে গ্রাভিটি সেন্সর, ডিসট্যান্স সেন্সর, লাইট সেন্সর, আন্ডার স্কিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আবার এতে একাধিক NR SA ব্যান্ড সাপোর্ট করবে - Band 79, Band 78, Band 41, Band 28, N1,2110-2155MHz, আর NR NSA ব্যান্ডগুলি হবে Band 41, Band 78, ও Band 79।

Show Full Article
Next Story