নতুন Samsung Galaxy S24 Ultra নাকি সস্তা Samsung Galaxy S23 Ultra ফোন কেনা লাভজনক দেখে নিন

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung গতকাল (১৭ই জানুয়ারি) ২০২৪ সালে আয়োজিত প্রথম 'Galaxy Unpacked' ইভেন্টে তাদের...
SUMAN 18 Jan 2024 2:23 PM IST

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung গতকাল (১৭ই জানুয়ারি) ২০২৪ সালে আয়োজিত প্রথম 'Galaxy Unpacked' ইভেন্টে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Galaxy S24 -এর ঘোষণা করেছে। এই সিরিজের অধীনে তিনটি মডেল আত্মপ্রকাশ করেছে। যার মধ্যে টপ-এন্ড Galaxy S24 Ultra মডেলটি সর্বাধিক সেরা তথা পূর্বসূরির থেকে আপগ্রেডেড ফিচার অফার করে। আবার এর ডিজাইনও বেশ আকর্ষণীয়। ফলে এখন প্রত্যেক স্মার্টফোন ক্রেতাদের প্রশ্ন - উত্তরসূরি Samsung Galaxy S24 Ultra নাকি পূর্বসূরি Samsung Galaxy S23 Ultra (লঞ্চ : ২রা ফেব্রুয়ারি ২০২৩) কোনটি সেরার লড়াইয়ে এগিয়ে আছে? এই প্রশ্নের উত্তর পেতে আমরা দুটি ডিভাইসের দাম ও ফিচারের মধ্যে পার্থক্যগুলি নিয়ে আলোচনা করবো।

Samsung Galaxy S24 Ultra vs Samsung Galaxy S23 Ultra : দাম

এদেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা স্মার্টফোন মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১,২৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। আবার উচ্চতর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ১ টেরাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটি যথাক্রমে ১,৩৯,৯৯৯ টাকা ও ১,৫৯,৯৯৯ টাকার বিনিময়ে পকেটস্থ করা যাবে। এই ফোনের ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ মডেল দুটি - টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম ভায়োলেট এবং টাইটানিয়াম ব্ল্যাক কালার বিকল্পের সাথে পাওয়া যাবে। এছাড়া ১ টেরাবাইট অপশনটি শুধুমাত্র টাইটানিয়াম গ্রে কালার বিকল্পে এসেছে।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনের দাম শুরু হচ্ছে ১,২৪,৯৯৯ টাকা থেকে। এই বিক্রয় মূল্য ফোনটির ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের। এছাড়া, ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ১ টেরাবাইট স্টোরেজ সহ আসা টপ-অফ-দ্য-লাইন মডেলের দাম যথাক্রমে ১,৩৪,৯৯৯ টাকা ও ১,৫৪,৯৯৯ টাকা। এটি - ফ্যান্টম ব্ল্যাক, ক্রিম, সবুজ এবং ল্যাভেন্ডার কালারে এসেছে। তবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনটিকে অতিরিক্তভাবে আরো চারটি কালার অপশনে পাওয়া যাবে, যথা - রেড, গ্রাফাইট, লাইম এবং স্কাই ব্লু।

Samsung Galaxy S24 Ultra vs Samsung Galaxy S23 Ultra : বডি বিল্ড মেটেরিয়াল, পরিমাপ

নবাগত স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা স্মার্টফোন শক্তিশালী টাইটানিয়াম ফ্রেম সহ এসেছে। এর পরিমাপ ১৬২.৩x৭৯x৮.৬ মিমি এবং ওজন ২৩২ / ২৩৩ গ্রাম।

পূর্বসূরি স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। এর পরিমাপ ১৬৩.৪x৭৮.১x৮.৯ মিমি এবং ওজন ২৩৪ গ্রাম।

Samsung Galaxy S24 Ultra vs Samsung Galaxy S23 Ultra : ডিসপ্লে

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা স্মার্টফোনে আছে কর্নিং গরিলা আর্মর প্রটেকশন সহ ৬.৮-ইঞ্চির এজ কোয়াড এইচডি প্লাস ডায়নামিক ২এক্স ডিসপ্লে, যা ১-১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২,৬০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লের সাথে ভিশন বুস্টার ফিচার রয়েছে, যা বাইরে বার হলেও দুর্দান্ত দৃশ্যমানতা অফার করবে।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৮-ইঞ্চির এজ কোয়াড এইচডি প্লাস ডায়নামিক AMOLED ২এক্স ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১ থেকে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করবে। এছাড়া এই ডিসপ্লে - ১৭৫০ নিট পিক ব্রাইটনেস, ৫-১ পিপিআই পিক্সেল ডেনসিটি, HDR10+ প্রযুক্তি এবং ৮৯.৫% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে।

Samsung Galaxy S24 Ultra vs Samsung Galaxy S23 Ultra : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা স্মার্টফোনে কোয়ালকমের লেটেস্ট প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর এবং অ্যাড্রেন ৭৫০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এতে অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ানইউআই ৬.১ কাস্টম স্কিন পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে ১২ জিবি র‌্যাম এবং সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজ মিলবে।

উন্নত পারফরম্যান্সের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের কাস্টম ভার্সন ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ কাস্টম স্কিনে রান করে। আর স্টোরেজ হিসাবে ডিভাইসে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বাধিক ১ টেরাবাইট স্টোরেজ বর্তমান।

Samsung Galaxy S24 Ultra vs Samsung Galaxy S23 Ultra : ক্যামেরা সেটআপ

ক্যামেরা বিভাগের কথা বললে, Samsung Galaxy S24 Ultra স্মার্টফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - OIS সাপোর্ট ও এফ/১.৮ অ্যাপারচার সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার যুক্ত ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শুটার, OIS ও ৫এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং ৩এক্স অপটিক্যাল জুম সমর্থিত ১০ মেগাপিক্সেল টেলিফোটো শুটার। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/২.২ অ্যাপারচার ও ৮০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Samsung Galaxy S23 Ultra মডেলেও কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার লেন্স ও ৮৫-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৩এক্স অপটিক্যাল জুম সাপোর্ট সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ১০এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো শুটার। আর ডিভাইসের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে।

Samsung Galaxy S24 Ultra vs Samsung Galaxy S23 Ultra : ব্যাটারি, কানেক্টিভিটি পোর্ট

পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এক্ষেত্রে ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে ডিভাইসটি মাত্র ৩০ মিনিটে ৬৫% চার্জ করা সম্ভব বলে দাবি করেছে সংস্থাটি। প্রসঙ্গত এতে ওয়্যারলেস পাওয়ার শেয়ার ফিচারও আছে, যা অন্য ওয়্যারলেস সাপোর্ট যুক্ত ফোনকে চার্জ করতে দেবে। তদুপরি কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে - ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৭, ওয়াই-ফাই ডাইরেক্ট, ব্লুটুথ ৫.৩ ও ইউএসবি টাইপ-সি পোর্ট।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং ২.০ সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে এই ব্যাটারি মাত্র ২০ মিনিটে ফোনকে ৬৫% পর্যন্ত চার্জ করতে সক্ষম। আর কানেক্টিভিটির জন্য এতে - ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬ই, ওয়াই-ফাই ডাইরেক্ট, ব্লুটুথ ৫.৩ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত।

সর্বোপরি, লেটেস্ট Samsung Galaxy S24 Ultra স্মার্টফোনের সাথে সংস্থাটি একাধিক 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি' (AI) ফিচার নিয়ে এসেছে, যা উক্ত মডেলের জন্য 'গেম চেঞ্জার' হিসাবে কাজ করবে। এক্ষেত্রে এতে - লাইভ ট্রান্সলেট ফর রিয়েল টাইম, ফোন কলের জন্য টু-ওয়ে ভয়েস অ্যান্ড টেক্সট ট্রানজিশন এবং কথ্য শব্দ অনুবাদ করা ও তা স্ক্রিনে প্রদর্শনের জন্য স্প্লিট স্ক্রিন ভিউ -এর মতো ফিচারের সুবিধা পাওয়া যাবে। এছাড়া ডিভাইসটির ক্যামেরা বিভাগ, ইমেজ এডিটিং সেকশন এবং চ্যাট অ্যাসিস্ট বিভাগেও এআই ফিচারের সাপোর্ট পাওয়া যাবে।

Show Full Article
Next Story