ফ্ল্যাগশিপ ফোন এবার হাতের মুঠোয়, 5,000 টাকা সস্তায় হাজির নতুন Samsung Galaxy S24

Samsung Galaxy S24 ফোনের ১২৮ জিবি স্টোরেজ বিকল্পটির সম্পর্কে কিছুদিন আগেই জানা গিয়েছিল। এবার অবশেষে এই ভ্যারিয়েন্টটি ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। প্রসঙ্গত, এবছরের শুরুর দিকে…

Samsung Galaxy S24 ফোনের ১২৮ জিবি স্টোরেজ বিকল্পটির সম্পর্কে কিছুদিন আগেই জানা গিয়েছিল। এবার অবশেষে এই ভ্যারিয়েন্টটি ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। প্রসঙ্গত, এবছরের শুরুর দিকে এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ বিকল্প সহ বাজারে উপলব্ধ হয়। সদ্য উন্মোচিত নতুন ভ্যারিয়েন্টটির স্টোরেজ ক্ষমতা অন্যগুলির তুলনায় কম হওয়ায়, এখন Samsung Galaxy S24 আগের চেয়ে আরও কিছুটা সাশ্রয়ী মূল্যে কেনা যাবে। আসুন এই সংস্করণটির দাম এবং অন্যান্য বিবরণগুলি সর্ম্পকে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S24: মূল্য এবং লভ্যতা

ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনের ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম ৭৪,৯৯৯ টাকা এবং এখন এটি স্যামসাং ইস্টোর (Samsung eStore) থেকে কেনা যাবে। স্যামসাং ভ্যারিয়েন্টটির ওপর ফ্ল্যাট ৫,০০০ টাকা ছাড়ও দিচ্ছে, যা এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট (ইএমআই এবং নন-ইএমএম) এবং ডেবিট (শুধুমাত্র ইএমআই) কার্ড ব্যবহার করে পাওয়া যেতে পারে। এছাড়াও ১০,০০০ টাকা পর্যন্ত একটি ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ বোনাস রয়েছে, তবে এটি ব্যাঙ্ক অফারের সাথে যোগ করা যাবে না। গ্যালাক্সি এস২৪ অ্যাম্বার ইয়েলো, কোবাল্ট ভায়োলেট, অনিক্স ব্ল্যাক এবং মার্বেল গ্রে কালারে পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনের ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ বিকল্পগুলির দাম যথাক্রমে ৭৯,৯৯৯ টাকা এবং ৮৯,৯৯৯ টাকা।

Samsung Galaxy S24: স্পেসিফিকেশন এবং ফিচার

ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনে ৬.২ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ পর্যন্ত অভিযোজিত রিফ্রেশ রেট, ফুলএইচডি+ (২,৩৪০×১,০৮০ পিক্সেল) রেজোলিউশন, ২,৬০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২-এর সুরক্ষা প্রদান করে। ফোনটিতে স্যামসাং এক্সিনোস ২৪০০ প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যা ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি / ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ এর ওপর ভিত্তি করে ওয়ানইউআই ৬.১ (OneUI 6.1) কাস্টম স্কিনে রান করে। এটি সাত বছরের জন্য সফ্টওয়্যার সাপোর্ট পাবে।

ক্যামেরার ক্ষেত্রে, Samsung Galaxy S24 মডেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে এফ/১.৮ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলেজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৩x অপটিক্যাল জুম ও ওআইএস সহ একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি এলইডি ফ্ল্যাশ যুক্ত রয়েছে। আর ফোনের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy S24 মডেলটি ৪,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং, কিউআই (Qi) ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস পাওয়ারশেয়ার সাপোর্ট করে। এছাড়াও, এতে নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও অডিওর জন্য স্টিরিও স্পিকার মিলবে। ফোনটি ধুলো ও জল প্রতিরোধী আইপি৬৮ (IP68) রেটিং যুক্ত এবং এতে গ্যালাক্সি এআই (Galaxy AI) চালিত একাধিক ফিচার রয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন