বাজারে আসছে Samsung Galaxy S24 FE, লঞ্চের আগে ক্যামেরার বিবরণ প্রকাশ্যে এল

স্যামসাং গতবছর ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া Galaxy S23 সিরিজের অংশ হিসেবে গত অক্টোবরে Samsung Galaxy S23 FE স্মার্টফোনটি বাজারে এনেছিল। লেটেস্ট Samsung Galaxy S24 সিরিজটি পূর্বসূরির…

স্যামসাং গতবছর ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া Galaxy S23 সিরিজের অংশ হিসেবে গত অক্টোবরে Samsung Galaxy S23 FE স্মার্টফোনটি বাজারে এনেছিল। লেটেস্ট Samsung Galaxy S24 সিরিজটি পূর্বসূরির তুলনায় এক মাস আগে লঞ্চ হয়েছে এবং সাশ্রয়ী মূল্যের Samsung Galaxy S24 FE মডেলটির লঞ্চও এগিয়ে আসছে বলে শোনা যাচ্ছে। পরবর্তী প্রজন্মের Fan Edition টি চলতি বছরের শেষের দিকে বাজারে আত্মপ্রকাশ হবে বলে আশা করা হচ্ছে। আসুন এখনও পর্যন্ত Samsung Galaxy S24 FE সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S24 FE ফোনের লঞ্চের প্রস্তুতি চলছে

স্যামসাং R12 কোডনামের একটি ডিভাইসে কাজ করছে বলে জানা গেছে। আগের প্রজন্মের স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই, স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই ফোনের কোডনেম ছিল যথাক্রমে R8, R9 এবং R11। সুতরাং, R12 গ্যালাক্সি এস২৪ এফই ফোনের সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে। এখানে, R10 (এস২২ এফই) এর অনুপস্থিতিতে পরবর্তী প্রজন্ম (এস২৩ এফই) গ্যালাক্সি এস২২ সিরিজের ওপর ভিত্তি করে তৈরি বলে মনে করা হয়। সুতরাং, স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই বর্তমান প্রজন্মের এস২৪ সিরিজের পরিবর্তে গত বছরের এস২৩ সিরিজের ওপর ভিত্তি করেও নির্মিত হতে পারে।

শোনা যাচ্ছে যে, গ্যালাক্সি ক্লাব পরবর্তী প্রজন্মের এফই মডেলের ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ করেছে। প্রকাশনাটি দাবি করেছে যে স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই প্রধান সেন্সর হিসেবে ৫০ মেগাপিক্সেলের আইএসওসেল জিএন৩ সেন্সর দ্বারা সজ্জিত হবে। এটি হল ১.০ মাইক্রোমিটার (µm) পিক্সেল সহ একটি ১/১.৫৭ ইঞ্চির সেন্সর।

জানিয়ে রাখি, এটি একই প্রধান সেন্সর, যা Samsung Galaxy S22, Samsung Galaxy S23, Samsung Galaxy S23 FE এবং এই বছরের Galaxy S24 ফোনে ব্যবহার করা হয়েছে। সুতরাং, ইমেজিং ক্ষমতার উন্নতি শুধুমাত্র ইমেজ প্রসেসিংয়ের ওপর নির্ভর করবে। একই সেন্সর ব্যবহার করা সিদ্ধান্ত আশাব্যঞ্জক নয়। যারা Samsung Galaxy S24 হ্যান্ডসেটটির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এটি কিছুটা হতাশাজনক। তবে এটি বোধগম্য, কারণ ফ্যান এডিশনের ডিভাইসগুলির মূল্য একটি রেঞ্জের মধ্যে রাখতে কোম্পানি এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। যদিও এই মুহূর্তে শুধুমাত্র প্রধান সেন্সর প্রকাশ করা হয়েছে, তবে আগামী দিনে ফোনটির সম্পর্কে আরও জানা যাবে বলে আশা করা যায়।

Samsung Galaxy S24 ফোনের সম্ভাব্য ক্যামেরা সিস্টেম সম্পর্কে ধারণা পেতে এর পূর্বসূরি Samsung Galaxy S23 FE স্মার্টফোনের ক্যামেরা স্পেসিফিকেশনগুলি দেখা যেতে পারে। এতে ISOCELL GN3 প্রধান সেন্সর ছাড়াও একটি ৮ মেগাপিক্সেলের ৩x টেলিফটো এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে৷ এখনও পর্যন্ত সমস্ত ফ্যান এডিশনের মডেলগুলি আপগ্রেড করা চিপসেটগুলি অফার করেছে৷ এছাড়াও, স্যামসাং আসন্ন FE মডেলে Exynos চিপ ব্যবহার করবে বলেও শোনা যাচ্ছে।

তবে, Samsung Galaxy S22 FE মডেলের অনুপস্থিতিতে, Galaxy S23 FE ফোনটি Galaxy S22 মডেলের চিপসেটের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এছাড়া, Exynos 2300 চিপসেটটির অস্তিত্ব নেই, যা কোম্পানি নতুন মডেলে ব্যবহার করতে পারে। তাই এখন এটাই দেখার যে কোম্পানি Samsung Galaxy S24 FE ফোনে তাদের লেটেস্ট Exynos 2400 চিপসেট রাখার সিদ্ধান্ত নেয়, নাকি এতে পুরোনো Snapdragon 8 Gen 2 চিপ ব্যবহার করে।