ফিচার্স সহ এই প্রথম ফাঁস হল ছবি, বাজার মাতিয়ে রাখবে Samsung Galaxy S24 FE

স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই ফোনটি শীঘ্রই আসতে চলেছে বাজারে। ফোনটির সাপোর্ট পেজও লাইভ হয়েছে। আর এখন ডিভাইসটির ডিজাইন ও স্পেসিফিকেশন সামনে এসেছে।

Samsung Galaxy S24 Fe Design Display Camera Chipset Battery Details Leaked

কিছুদিন আগেই স্যামসাংয়ের ফরাসি ওয়েবসাইটে Samsung Galaxy S24 FE এফই স্মার্টফোনের সাপোর্ট পেজটিকে দেখা গেছে, যা প্রত্যক্ষভাবে ফোনটির অস্তিত্ব নিশ্চিত করেছে। আর এখন স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই ফোনটির অফিসিয়াল ডিজাইন এবং স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এসেছে আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Samsung Galaxy S24 FE ফোনের ডিজাইন এবং মূল বৈশিষ্ট্য

ফাঁস হওয়া রেন্ডারটি প্রকাশ করেছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই ফোনটি গ্যালাক্সি এস২৪ সিরিজের অন্যান্য ফোনের সাথে সাদৃশ্যপূর্ণ। তবে, স্যামসাং এই প্রজন্মের এফই স্মার্টফোনকে তার পূর্বসূরির তুলনায় একটি বড় ডিসপ্লে থাকবে।

এছাড়াও জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই ফোনটি ৬.৭ ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে, যা পূর্বসূরি স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই মডেলের ৬.৪ ইঞ্চির স্ক্রিনের থেকে বড়। উজ্জ্বলতাও ১,৪৫০ এমএএইচ থেকে ১,৯০০ নিট ব্রাইটনেসে বৃদ্ধি পাবে এবং এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। বড় ডিসপ্লে হওয়ায় ফোনের পরিমাপ পরিবর্তন হওয়া স্বাভাবিক। তবে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই আকারে বড় হলেও স্যামসাং ব্যাটারিতে উল্লেখযোগ্য উন্নতি করেনি। এটিতে ৪,৫৬৫ এমএএইচ ব্যাটারি থাকবে, এটি এর পূর্বসূরির ৪,৫০০ এমএএইচ ক্ষমতার থেকে সামান্য বৃদ্ধি পেয়েছে৷ ব্যাটারি লাইফ আনুমানিক ২৯ ঘন্টা ভিডিও প্লেব্যাক এবং ৭৮ ঘন্টা অডিও প্লেব্যাক অফার করবে।

উল্লেখযোগ্যভাবে জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই ফোনটি এক্সিনস ২৪০০ই চিপসেট দ্বারা চালিত হবে, যা ফ্ল্যাগশিপ চিপের একটি ভ্যারিয়েন্ট। ২০২৪ সালের ডিভাইস হিসাবে, এটি স্বাভাবিকভাবেই এআই ফিচারগুলির সাথে আসবে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই পোর্ট্রেট স্টুডিও, সার্কেল টু সার্চ এবং জেনারেটিভ এডিটের মতো ফিচারগুলি অফার করতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই হ্যান্ডসেটের ক্যামেরা সেটআপটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দ্বারা গঠিত৷ যদিও স্যামসাং দেরিতে ক্যামেরা প্রসেসিংয়ের উন্নতি দেখিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই হ্যান্ডসেটের ফটোগ্রাফিক ক্ষমতাগুলি এর সামগ্রিক মূল্য প্রস্তাব নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই-এর দাম সম্পর্কে এখনও কোনও তথ্য উপলব্ধ নেই। স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই-এর দাম ৫৯৯ ডলার (প্রায় ৫০,৩০০ টাকা), তবে স্যামসাং গ্যালাক্সি এস২৪ মডেলের বড় ডিসপ্লে এবং নতুন চিপসেট বিবেচনা করে দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।