Samsung Galaxy S24 FE নতুন প্রসেসর ও 7 বছরের আপডেট সহ লঞ্চ হল, রয়েছে ঝাক্কাস ক্যামেরা
Samsung Galaxy S24 FE (Fan Edition) ঘোষণা অনুযায়ী লঞ্চ হল। এটি Galaxy S23 FE এর উত্তরসূরি হিসেবে এসেছে এবং নয়া স্মার্টফোনটির দাম কিছুটা বেশি রাখা…
Samsung Galaxy S24 FE (Fan Edition) ঘোষণা অনুযায়ী লঞ্চ হল। এটি Galaxy S23 FE এর উত্তরসূরি হিসেবে এসেছে এবং নয়া স্মার্টফোনটির দাম কিছুটা বেশি রাখা হয়েছে। স্যামসাংয়ের তরফে ঘোষণা করা হয়েছে যে, Galaxy S24 FE এর সাথে ৭ বছর ধরে আপডেট উপভোগ করা যাবে। এছাড়া এটি এক্সিনস ২৪০০ই প্রসেসরের প্রথম ফোন। আবার এতে টেলিফটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আসুন Samsung Galaxy S24 FE এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Samsung Galaxy S24 FE এর দাম ও প্রাপ্যতা
স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬৪৯.৯৯ ডলার, যা ভারতীয় মূল্যে প্রায় ৫৪,৩০০ টাকা। যেখানে গ্যালাক্সি এস২৩ এফই এর দাম ছিল ৫৯৯.৯৯ ডলার বা প্রায় ৫০,১০০ টাকা। যদিও ফ্লিপকার্টে এটি ২৯,৯৯৯ টাকায় এখন বিক্রি হচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই এর আজ থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে এবং আগামী ৩ অক্টোবর থেকে এর সেল শুরু হবে। স্মার্টফোনটি ব্লু, গ্রাফাইট, গ্রে, মিন্ট ও ইয়েলো কালারে পাওয়া যাবে।
Samsung Galaxy S24 FE এর স্পেসিফিকেশন, ফিচার ও ডিজাইন
স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই স্লিক ডিজাইন সহ এসেছে। আর এর ডিসপ্লের চারপাশে হালকা বেজেল দেখা যাবে। স্মার্টফোনটির ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল এবং এর ব্যাক প্যানেলে উল্লম্ব ভাবে তিনটি ক্যামেরা সেন্সর উপস্থিত।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফ্যান এডিশন ফোনে আছে ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স প্যানেল, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ২৪০০ই প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা এক্সিনস ২৪০০ এর তুলনায় সামান্য কমজোরি চিপসেট।
Samsung Galaxy S24 FE এর ক্যামেরার বিষয়ে বললে, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ৩এক্স অপ্টিক্যাল জুম ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
এতে প্রো ভিজ্যুয়াল ক্যামেরা ইঞ্জিন উপস্থিত। আর এই স্মার্টফোনে গ্যালাক্সি এআই ফটো এডিটিং ফিচার দেওয়া হয়েছে, যার মধ্যে আছে জেনারেটিভ এডিট, পোট্রেট স্টুডিও, এডিট সাজেশন, ইন্সট্যান্ট স্লো মো প্রভৃতি।
Samsung Galaxy S24 FE অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলবে। ডিভাইসটি ৭ বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে আইপি৬৮ রেটিং, ৫জি, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩ ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Samsung Galaxy S24 FE এর টেকনিক্যাল স্পেসিফিকেশন
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স, ফুল এইচডি প্লাস প্লাস (২৩৪০ x ১০৮০), ১৯০০ নিট পিক ব্রাইটনেস, গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন
প্রসেসর, র্যাম ও স্টোরেজ: এক্সিনস ২৪০০ই প্রসেসর, ৮ জিবি র্যাম, ১২৮ জিবি/২৫৬ জিবি/ ৫১২ জিবি স্টোরেজ
রিয়ার ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ওআইএস এফ/১.৮, ফিল্ড অফ ভিউ ৮৪ ডিগ্রি,
১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, এফ২.২, ফিল্ড অফ ভিউ ১২৩ ডিগ্রি
৮ মেগাপিক্সেল টেলিফটো, ৩এক্স জুম ওআইএস এফ২.৪, ফিল্ড অফ ভিউ ৩২ ডিগ্রি
ফ্রন্ট ক্যামেরা: ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এফ ২.৪, ফিল্ড অফ ভিউ ৮০ ডিগ্রি
ব্যাটারি: ৪,৭০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং
অডিও: ৩.৫ মিমি হেডফোন জ্যাক
সিকিউরিটি: ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
ওয়াটার রেজিস্ট্যান্স: আইপি৬৮ রেটিং
কানেক্টিভিটি: ৫জি এলটিই, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, এনএফসি সাপোর্ট
ম্যাটেরিয়াল: অ্যালুমিনিয়াম ফ্রেম
সফটওয়্যার: অ্যান্ড্রয়েড ১৪, ওয়ান ইউআই ৬.১
Samsung Galaxy S24 FE (Fan Edition) ঘোষণা অনুযায়ী লঞ্চ হল। এটি Galaxy S23 FE এর উত্তরসূরি হিসেবে এসেছে এবং নয়া স্মার্টফোনটির দাম কিছুটা বেশি রাখা…
COPYRIGHT 2024
Powered By Blinkcms