Samsung Galaxy S24 FE: ফিচার্স ঝড় তুলবে, কেমন হবে স্যামসাংয়ের নয়া ফ্ল্যাগশিপ কিলার

Samsung Galaxy S24 FE খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। লঞ্চের আগে এখন ফোনটিকে একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা যাচ্ছে। এখন যেমন ডিভাইসটি মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে এবং এটি ফোনের লাইভ ইমেজ প্রকাশ করেছে।

Ananya Sarkar 3 Sept 2024 4:52 PM IST

স্যামসাং শীঘ্রই তাদের বহুল প্রত্যাশিত Samsung Galaxy S24 FE ফোনটি উন্মোচন করতে চলেছে৷ এই ফ্যান এডিশনের মডেলটি ব্র্যান্ডের আসন্ন বাজেট রেঞ্জের ফ্ল্যাগশিপ ফোন। লঞ্চের সময় যত এগিয়ে আসছে, ততই Samsung Galaxy S24 FE মডেলটিকে নিত্য নতুন সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, যা এর আসন্ন লঞ্চের ইঙ্গিত দেয়। এখন ফোনটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, যা ডিভাইসটির একটি লাইভ ইমেজও প্রকাশ করেছে। আসুন আপকামিং Samsung Galaxy S24 FE সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

সামনে এল Samsung Galaxy S24 FE ফোনের রেন্ডার

গত মাসে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের প্ল্যাটফর্মে স্যামসাং গ্যালাক্সি এস24 এফই হ্যান্ডসেটের মার্কিন ভ্যারিয়েন্টটিকে দেখা গেছে। আর এখন, SM-S72U মডেল নম্বর বহনকারী একই মার্কিন সংস্করণটি ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সার্টিফিকেশনে হাজির হয়েছে৷ অনলাইন ডেটাবেস অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস24 এফই ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই (2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ), নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC), ব্লুটুথ এবং 5G সংযোগ সাপোর্ট করে।

আরও পড়ুন : Jawa 42 FJ: রয়্যাল এনফিল্ডের দাদাগিরি শেষ! পুজোর আগে সেরা বাইক লঞ্চ করল জাওয়া

প্ল্যাটফর্মটি 9 ওয়াট পর্যন্ত রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের জন্য সাপোর্ট নিশ্চিত করেছে। এর অর্থ হল যে ডিভাইসটি ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে। স্যামসাং গ্যালাক্সি এস24 এফই ফোনের লাইভ ছবিগুলিও সামনে এসেছে, যা বৃত্তাকার কোণ সহ ফ্ল্যাট ডিসপ্লে প্রদর্শন করেছে।

ইতিমধ্যেই, আসন্ন Samsung Galaxy S24 FE স্মার্টফোনটি টিডিআরএ (TDRA) এবং টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) সার্টিফিকেশন সাইটেরও অনুমোদন লাভ করেছে। টিডিআরএ ডেটাবেসে ফোনটিকে SM-S721B/DS মডেল নম্বর সহ দেখা গেছে, যার মধ্যে ‘DS’ ডুয়েল সিম সাপোর্টের ইঙ্গিত দেয়। অন্যদিকে, টিইউভি রাইনল্যান্ড স্মার্টফোনটির সাতটি মডেলকে অনুমোদিত করেছে, এগুলি হল - SM-S721B/DS, SM-S721B, SM-S721N, SM-S721Q, SM-S721U, SM-S721W, SM-S7210৷ এগুলি সম্ভবত ডিভাইসটির বিভিন্ন আঞ্চলিক মডেল৷ সার্টিফিকেশনটি 25 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সহ লঞ্চের বিষয়ে নিশ্চিত করেছে।

আরও পড়ুন : পুজোর আগে ঘরে আনুন স্মার্ট টিভি, 14 হাজার টাকার কমে সেরা টিভি মডেল দেখুন

Samsung Galaxy S24 FE ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্যামসাংয়ের আসন্ন Galaxy S24 FE হ্যান্ডসেটে বড় 6.7 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং ফুলএইচডি+ রেজোলিউশন অফার করবে। এটি Exynos 2400e প্রসেসরে চলবে, যা কমপক্ষে 8 জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে 4,565 এমএএইচ ব্যাটারি থাকবে এবং এটি সম্ভবত অ্যান্ড্রয়েড 14 ওএস ভিত্তিক ওয়ানইউআই (OneUI) কাস্টম স্কিনে চলবে। ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটির পিছনে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, আর সামনে একটি 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যাবে।

আরও পড়ুন : অপেক্ষার অবসান! Samsung Galaxy A06 লঞ্চ হল ভারতে, এত সস্তা যে সবাই কিনতে পারবে

Show Full Article
Next Story