Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং সাব-ফ্ল্যাগশিপ...
SUMAN 24 Aug 2024 8:34 PM IST

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং সাব-ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই। এবার ডিভাইসটির গ্লোবাল ভ্যারিয়েন্ট আমেরিকার FCC সার্টিফিকেশন সাইটে হাজির হয়েছে, যেখানে এটির ব্যাটারিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়াও, সেটি কোরিয়ান টেস্টিং ল্যাবরেটরি স্ট্যান্ডার্ডস পাশ করেছে।

SM-S721B/DS মডেল নম্বর সহ Samsung Galaxy S24 FE এফসিসি'র সার্টিফিকেশন পেয়েছে। লিস্টিংটি এই ফোনের বিভিন্ন নেটওয়ার্ক ফিচার্স প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে Wi-Fi 6, ব্লুটুথ 5.3, এনএফসি, ওয়্যারলেস চার্জিং, ও জিএনএসএস সাপোর্ট। পাশাপাশি একাধিক 5G ব্যান্ডের সমর্থন মিলবে ফোনটিতে। ডিভাইসটির EB-BS721ABE ও EB-BS721ABY মডেল নম্বরের ব্যাটারি 25W চার্জিং অফার করবে বলে জানা গিয়েছে।

Samsung Galaxy S24 FE: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, গ্যালাক্সি এস24 এফই 6.7 ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লের সঙ্গে আসবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে Exynos 2400e প্রসেসর, Xclipse 940 GPU, এবং অন্তত 8 জিবি র‍্যাম মিলবে। ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 4,565 এমএএইচ ক্ষমতার ব্যাটারি পাওয়া যাবে এই স্মার্টফোনে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য, সামনে একটি 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।

ফোনটির ক্যামেরা সিস্টেমে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ একটি 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং একটি 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা উপলব্ধ হবে। ফোনটি একাধিক এআই ফিচার্স অফার করবে - পোট্রেট স্টুডিও, সার্কেল টু সার্চ, জেনারেটিভ এডিট, স্কেচ টু ইমেজ, লাইভ ট্রান্সলেট, ইত্যাদি। তবে মনে রাখবেন, এগুলি অফিশিয়ালি কনফার্ম করা যায়নি।

Show Full Article
Next Story