সাধ্যের মধ্যে ফ্ল্যাগশিপ ফোন, মধ্যবিত্তের স্বপ্ন পূরণে Samsung-এর নয়া সারপ্রাইজ

এবছর জানুয়ারিতে আয়োজিত গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked 2024) ইভেন্টে স্যামসাং প্রতিবারের মতোই তাদের ফ্ল্যাগশিপ...
Ananya Sarkar 1 March 2024 8:26 PM IST

এবছর জানুয়ারিতে আয়োজিত গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked 2024) ইভেন্টে স্যামসাং প্রতিবারের মতোই তাদের ফ্ল্যাগশিপ S-সিরিজের অধীনে Samsung Galaxy S24, Samsung Galaxy S24+ এবং Samsung Galaxy S24 Ultra লঞ্চ করেছে। তবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে Galaxy S-লাইনআপের অধীনে Fan Edition/ FE-ব্র্যান্ডিংয়ের সাথে একটি মডেল লঞ্চ করে থাকে। এবছরের লাইনআপেও তাই Samsung Galaxy S24 FE নামে একটি চতুর্থ মডেল অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে। যদিও এই হ্যান্ডসেটটির অস্তিত্ব সম্পর্কে স্যামসাংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি, তবে এটি এবছরের অক্টোবরে বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে, কারণ Samsung Galaxy S23 FE ফোনটি গত বছরের অক্টোবরে এসেছিল। হইচই ফেলে এবার এই প্রথম Galaxy S24 FE-এর স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এল।

Samsung Galaxy S24 FE-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

এক টিপস্টারের দাবি, স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই-তে ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম থাকবে। এটি দুটি স্টোরেজ অপশনে আসবে - ১২৮ জিবি (ইউএফএস ৩.১) এবং ২৫৬ জিবি (ইউএফএস ৪.০)। ডিভাইসটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করবে বলেও জানা গেছে। যদিও চার্জিং ক্ষমতা সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে এটি তার পূর্বসূরির মতো ২৫ ওয়াট ওয়াট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

এটা বলার অপেক্ষা রাখে না যে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই-তে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, কিন্তু টিপস্টার সেটির সাইজ সম্পর্কে নিশ্চিত নন। স্মার্টফোনের অন্যান্য স্পেসিফিকেশনগুলি এখনও গোপনই রয়েছে। পূর্বসূরি স্যামসাং গ্যালাক্সি এস২৩এফই গত বছর কোম্পানির নিজস্ব এক্সিনস ২২০০ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ - উভয় চিপসেট সংস্করণে বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে। তবে, টিপস্টারের অপর একটি এক্স পোস্ট থেকে জানা গেছে যে, আসন্ন গ্যালাক্সি এস২৪এফই গ্লোবাল মার্কেটে এক্সিনস চিপসেটের সাথে আসবে।

এছাড়াও তিনি দাবি করেছেন যে, স্যামসাংয়ের Galaxy Z সিরিজের ফোল্ডেবল ফোনে Qulacomm Snapdragon চিপসেট থাকবে, যেখানে S-সিরিজে শুধুমাত্র Exynos চিপসেট থাকবে। এদিকে শোনা যাচ্ছে যে আসন্ন Galaxy A-সিরিজের ফোনগুলিতে MediaTek এবং Exynos - উভয় চিপসেটই থাকবে। এটি M-সিরিজ এবং F-সিরিজ ফোনের ক্ষেত্রেও প্রযোজ্য, কেননা এগুলি সাধারণত A-সিরিজ ফোনের টুইক করা ভার্সন হিসাবে বাজারে আসে।

Show Full Article
Next Story