- Home
- »
- প্রযুক্তি »
- আগামীকাল লঞ্চ হচ্ছে Samsung Galaxy S24...
আগামীকাল লঞ্চ হচ্ছে Samsung Galaxy S24 FE, তার আগে ভুলবশত দাম ফাঁস করে ফেললো সংস্থা
Samsung Galaxy S24 FE আগামীকাল লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। তবে লঞ্চের একদিন আগে...Samsung Galaxy S24 FE আগামীকাল লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। তবে লঞ্চের একদিন আগে স্যামসাংয়ের আমেরিকার শাখার অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির প্রি-অর্ডার লাইভ করা হয়েছিল। যদিও পরক্ষণেই তা ডিলিট করে দেওয়া হয়। তবে টিপস্টার তার মধ্যেই এই পেজের স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। প্রি-অর্ডার পেজ থেকে Samsung Galaxy S24 FE এর দাম, কালার অপশন সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে।
Samsung Galaxy S24 FE এর দাম ফাঁস হল লঞ্চের আগেই
স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই এর প্রি-অর্ডার পেজ থেকে জানা গেছে যে, এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ৬৪৯ ডলার, যা প্রায় ৫৪ হাজার টাকার কাছাকাছি। এছাড়া এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও থাকবে। যদিও এর দাম ফাঁস হওয়া পেজ থেকে জানা যায়নি। তবে সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়, এই ভ্যারিয়েন্টের দাম থাকবে ৭০৯ ডলার (প্রায় ৫৯,০০০ টাকা)।
Samsung Galaxy S24 FE এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
Samsung Galaxy S24 FE ফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে এক্সিনস ২৪০০ই প্রসেসর। আর এই ডিভাইসটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই স্মার্টফোনে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি ২৮ ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে।
ক্যামেরার কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ওআইএস সাপোর্ট ও এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।