লঞ্চের আগেই Samsung Galaxy S24 FE এর দাম ফাঁস, থাকবে হাই কোয়ালিটি ক্যামেরা সহ এই খাস ফিচার

Samsung Galaxy S24 FE কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসতে পারে। কয়েকদিন পরপরই এর সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে আসছে। সাম্প্রতিক একটি রিপোর্টে Samsung Galaxy S24…

samsung galaxy s24 fe price can be expensive leaks may come under 60 thousand rupees

Samsung Galaxy S24 FE কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসতে পারে। কয়েকদিন পরপরই এর সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে আসছে। সাম্প্রতিক একটি রিপোর্টে Samsung Galaxy S24 FE এর দামও ফাঁস করা হয়েছে। উল্লেখ্য, স্যামসাংয়ের “ফ্যান এডিশন” ফোনগুলি বরাবরই কম মূল্যে ফ্ল্যাগশিপ ফিচার অফার করে। তবে এবছর Galaxy S24 FE এর দাম কিছুটা বাড়ানো হতে পারে।

Samsung Galaxy S24 FE এর দাম ফাঁস

উইনফিউচার তাদের রিপোর্টে দাবি করেছে, স্যামসাং গ্যালাক্সি এস24 এফই এর দাম এই বছর 100 ডলার (প্রায় 8,397 টাকা) বেশি রাখা হতে পারে। ডিভাইসটির প্রাথমিক ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হতে পারে 699 ডলার (প্রায় 58,699 টাকা)। যেখানে গ্যালাক্সি এস3 এর দাম ছিল 599 ডলার (প্রায় 50,301 টাকা)।

আরও পড়ুন : BSNL এর 4G লঞ্চের আগেই দুঃসংবাদ, এই কারণে সব ফোনে নেটওয়ার্ক নাও পাওয়া যেতে পারে

তবে দাম বাড়ানো হলেও ফোনটির র‌্যাম বা স্টোরেজে কোনও আপগ্রেড আনা হবে না – বেস মডেলটি এখনও 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ অফার করবে।

Samsung Galaxy S24 FE এর সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার

বিভিন্ন টিপস্টার ও সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এস24 এফই মডেলে বড় ডিসপ্লে থাকবে – এস23 এফই এর 6.4-ইঞ্চির তুলনায় এতে 6.7-ইঞ্চি প্যানেল দেওয়া হবে। আর পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন 8 জেন 3 বা এক্সিনস 2400 প্রসেসর।

আর হ্যান্ডসেটটি আইপি68 রেটিং সহ আসবে, তাই জল এবং ধুলো লাগলে ক্ষতিগ্রস্থ হবে না। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S24 FE ফোনে 4600 এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর ফটোগ্রাফির জন্য এতে পোর্ট্রেট স্টুডিও এবং গ্যালাক্সি এআই ফিচার দেওয়া হবে।

আরও পড়ুন : Xiaomi 14T: শাওমির নতুন চমক, Leica ক্যামেরার দুর্ধর্ষ ফোন আসছে 26 সেপ্টেম্বর

ক্যামেরা সেন্সরের কথা বললে, আসন্ন Galaxy S24 ফ্যান এডিশনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, 8 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন