স্যামসাং গ্যালাক্সি এস২৪ (Samsung Galaxy S24) সিরিজ গত জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল। এই লাইনআপে গ্যালাক্সি এস২৪, এস২৪ প্লাস, ও এস২৪ আল্ট্রা নামে তিনটি মডেল এখন বাজারে বিক্রি হয়। যার মধ্যে বেস মডেলটি এখন বিশাল ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্রায় ২০ হাজার টাকা সস্তায় কেনার সুযোগ দিচ্ছে আমাজন। চলুন অফারটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
Samsung Galaxy S24 অফার
স্যামসাং গ্যালাক্সি এস২৪ স্মার্টফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৭৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভাল সেলে ফ্ল্যাগশিপ ফোনটি ৫৫,৫৫৫ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ১৯,৪৪৪ ছাড় দিচ্ছে সংস্থা। উল্লেখ্য, ফ্লিপকার্টে এই ফোনটি ৬২,৯৯৯ টাকার সেল প্রাইসে উপলব্ধ। ফলে আমাজন থেকে কেনাই লাভজনক। আবার স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে অতিরিক্ত ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
Samsung Galaxy S24 স্পেসিফিকেশন
গ্যালাক্সি এস২৪ ফোনে ৬.২ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুলএইচডি+ রেজোলিউশন, ২,৬০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। ফোনটিতে স্যামসাং এক্সিনোস ২৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ এর ওপর ভিত্তি করে ওয়ানইউআই ৬.১ কাস্টম স্কিনে রান করে। কোম্পানি ফোনটিতে সাত বছরের জন্য সফ্টওয়্যার আপডেট দেবে।
ফোনটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলেজেশন (ওআইএস) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৩x অপটিক্যাল জুম ও ওআইএস সহ একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে। সেলফি ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের। এতে ৪,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং, কিউআই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।