35000 টাকা সস্তা, জলের দরে Samsung Galaxy S24+ 5G ফোন কেনার সুযোগ দিচ্ছে এই ই-কমার্স সাইট

স্যামসাং গ্যালাক্সি S24+ 5G ডিভাইসের 12 জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 99,999 টাকায় লঞ্চ হয়েছিল, তবে এখন ফ্লিপকার্টে এটি 35,000 টাকা ছাড়ের পরে মাত্র 64,999 টাকায় পাওয়া যাচ্ছে।

Ankita Mondal 26 Dec 2024 9:04 AM IST

সেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কথা বললে Samsung ব্র্যান্ডের নাম উপরের দিকে থাকবে। সংস্থাটি তাদের ডিভাইসগুলিতে AI ফিচার দেওয়ায় পর থেকে ফোনগুলির বিক্রি আরও বেড়ে গেছে‌। আপনিও যদি দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটির ফোন কিনতে চান সুখবর‌। বর্তমানে অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন Galaxy S24+ 5G কিনতে পারবেন বাম্পার ডিসকাউন্টে। এই ডিভাইসটি লঞ্চের মূল্যের চেয়ে প্রায় 35,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy S24+ 5G আগামী 7 বছর ধরে আপডেট পাবে। অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে এটি ব্যবহার করতে পারবেন। আর এই ফোনের ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে। আবার এটি ওয়্যারলেস চার্জিংয়ের মতো প্রিমিয়াম ফিচারও অফার করে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে এক্সিনস প্রসেসর।

Samsung Galaxy S24+ 5G এর সাথে অফার

স্যামসাং গ্যালাক্সি S24+ 5G ডিভাইসের 12 জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 99,999 টাকায় লঞ্চ হয়েছিল, তবে এখন ফ্লিপকার্টে এটি 35,000 টাকা ছাড়ের পরে মাত্র 64,999 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে, যারপর এর নতুন দাম হবে 61,749 টাকা।

এছাড়া ক্রেতারা পুরানো ফোন এক্সচেঞ্জ করে 36,050 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন। তবে মনে রাখবেন এই ছাড়ের মূল্য পুরানো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে। অনিক্স ব্ল্যাক এবং কোবাল্ট ভায়োলেট, এই দুটি রঙে পাওয়া যাবে এই ফোন।

Samsung Galaxy S24+ 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাংয়ের এই প্রিমিয়াম ডিভাইসে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ 6.7-ইঞ্চি QHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে এবং পারফরম্যান্সের জন্য এক্সিনস 2400 প্রসেসর আছে। ক্যামেরার কথা বললে, স্যামসাং S24 + 5G ফোনে 50MP প্রাইমারি, 10MP টেলিফটো এবং 12MP আল্ট্রাওয়াইড সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4900mAh ব্যাটারি রয়েছে।

Show Full Article
Next Story