Galaxy S24 Series: Samsung-এর ফোনে এই ফিচার প্রথমবার দেখতে পাবেন, জানেন সেটা কী?
সব ঠিকঠাক চললে স্যামসাং (Samsung)-এর আসন্ন ফ্ল্যাগশিপ ফোন Galaxy S24 সিরিজ আগামী বছরের জানুয়ারিতে বাজারে আসতে চলেছে।...সব ঠিকঠাক চললে স্যামসাং (Samsung)-এর আসন্ন ফ্ল্যাগশিপ ফোন Galaxy S24 সিরিজ আগামী বছরের জানুয়ারিতে বাজারে আসতে চলেছে। জল্পনা বাড়িয়ে গতকাল, Samsung Galaxy S24 এবং Galaxy S24 Ultra-ররেন্ডার প্রকাশ্যে এসেছে। এবার S24 সিরিজের তৃতীয় মডেল, অর্থাৎ Samsung Galaxy S24 Plus-এর উচ্চ মানের রেন্ডার সামনে এসেছে, যা দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগশিপ ফোনটির ডিজাইন স্পষ্টভাবে তুলে ধরেছে। চলুন দেখি কেমন দেখতে হবে Samsung Galaxy S24 Plus।
Samsung Galaxy S24 Plus-এর CAD রেন্ডার ফাঁস
অনলিক্স নামে পরিচিত টিপস্টার স্টিভ হেমারস্টোফার স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস-এর কিছু কম্পিউটার এডেড ডিজাইন (CAD)-ভিত্তিক রেন্ডার প্রকাশ করেছেন। স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এস২৪-এর মতো গ্যালাক্সি এস২৪ প্লাস-এর ডিজাইনেও পরিবর্তন লক্ষ্য করা যাবে। ডিভাইসটিতে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর সহ বক্সি ডিজাইন দেখা যাবে। বর্তমান প্রজন্মের স্যামসাং গ্যালাক্সি এস২৩-এর সামান্য গোলাকার প্রান্তের তুলনায় আসন্ন মডেলের প্রান্তগুলি আরও পলিশড দেখায়। ফোনটির পিছনের প্যানেলে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিটের সাথে তিনটি উল্লম্বভাবে সজ্জিত ক্যামেরা সেন্সর থাকবে।
এর পাশাপাশি, স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস-এর পাওয়ার এবং ভলিউম রকার বাটনগুলি ডানদিকে অবস্থান করবে। পাশে একটি আল্ট্রাওয়াইড-ব্যান্ড (UWB) অ্যান্টেনাও দেখা যাবে, যা গ্যালাক্সি ফোনের এই প্রথম ব্যবহৃত হবে। ফোনের নীচের অংশে একটি ইউএসবি-সি পোর্ট, একটি স্পিকার গ্রিল এবং একটি সিম ট্রে স্লট থাকবে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস-এর পরিমাপ হবে ১৫৮.৫ x ৭৫.৯ x ৭.৭৫ মিলিমিটার।
এছাড়া, Samsung Galaxy S24 Plus-এর সামনে কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট এবং চারপাশে স্লিম বেজেল সহ ৬.৭ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে প্যানেল উপস্থিত থাকবে বলে জানা গেছে। ছবিগুলিতে ফোনের যে কালার অপশনটি দেখানো হয়েছে, সেটিকে ধূসর বলে মনে করা হচ্ছে। তবে এটি সবুজও হতে পারে। সবশেষে দেশভেদে স্মার্টফোনটি Snapdragon 8 Gen 3 বা Exynos 2100 চিপসেট অফার করবে বলে শোনা যাচ্ছে।