Samsung-এর ঘোষণার আগেই Galaxy S24 সিরিজ নিয়ে বড় তথ্য ফাঁস, কী জানা গেল?
স্যামসাং (Samsung) আগামী জানুয়ারী, তাদের আসন্ন গ্যালাক্সি আনপ্যাকড ২০২৪ (Galaxy Unpacked 2024) ইভেন্টের জন্য প্রস্তুতি...স্যামসাং (Samsung) আগামী জানুয়ারী, তাদের আসন্ন গ্যালাক্সি আনপ্যাকড ২০২৪ (Galaxy Unpacked 2024) ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই ইভেন্টেই আসন্ন Samsung Galaxy S24 সিরিজের উপর থেকে পর্দা সরানো হবে। বিগত কয়েক মাস ধরেই এই লাইনআপের স্মার্টফোনগুলিকে নিয়ে জল্পনা চলছে, তবে ইদানিং বিভিন্ন সূত্র মারফৎ S24 সিরিজ সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। আর এখন এক সুপরিচিত টিপস্টার ভারতের বাজারে নতুন Galaxy S সিরিজের ফোনগুলির জন্য প্রি-বুকিং উইন্ডো খোলার তারিখ এবং সেই সাথে ডেলিভারির তারিখ প্রকাশ করেছেন। Samsung Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra-এর স্ট্যান্ডার্ড সেলের তারিখ এবং পরিমাপও জানা গেছে।
ভারতে Samsung Galaxy S24 সিরিজের প্রি-বুকিং, সেল ও ডেলিভারির তারিখ
টিপস্টার ঈশান আগরওয়াল তার নতুন এক্স (সাবেক টুইটার) পোস্টে দাবি করেছেন যে, স্যামসাং ভারতে তাদের গ্যালাক্সি এস২৪ সিরিজের স্মার্টফোনগুলির আনুষ্ঠানিক লঞ্চের পরের দিন অর্থাৎ ১৮ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারির মধ্যে প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ থাকবে। এছাড়াও একই পোস্টে টিপস্টার বলেছেন, যে সমস্ত গ্রাহকরা হ্যান্ডসেটগুলি প্রি-বুক করেছেন (বা স্যামসাং লাইভ গ্রাহকরা) তাদের জন্য "আর্লি" ডেলিভারি ২৪ জানুয়ারির মধ্যেই শুরু হবে, যেখানে রেগুলার সেল (স্টোরে) একই সপ্তাহে কয়েকদিন পর চালু হবে।
এছাড়াও টিপস্টার এক্স-এর অন্য একটি পোস্টে প্রতিটি হ্যান্ডসেটের বিস্তারিত পরিমাপ প্রকাশ করেছেন। ঈশান আগরওয়ালের মতে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-এর পরিমাপ হবে ১৬২.৩ x ৭৯ x ৮.৬ মিলিমিটার এবং ওজন ২৩২ গ্রাম, যা পূর্বসূরি গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-র থেকে দুই গ্রাম কম। স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস-এর পরিমাপ হবে ১৫৮.৫ x ৭৫.৯ x ৭.৭ মিলিমিটার এবং ওজন ১৯৬ গ্রাম, যা গত বছরের মডেলের মতোই। এছাড়া, নতুন স্যামসাং গ্যালাক্সি এস২৪-এর পরিমাপ হবে ১৪৭ x ৭০.৬ x ৭.৬ মিলিমিটার এবং ওজন ১৬৭ গ্রাম, যা আগের প্রজন্মের মডেলের তুলনায় মাত্র এক গ্রাম হালকা। সামগ্রিকভাবে পরিমাপের ক্ষেত্রে তিনটি গ্যালাক্সি ফোনই প্রায় এক মিলিমিটার সংকুচিত হয়েছে বলে মনে হচ্ছে, যা খুব একটা বড় পার্থক্য নয়।
সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, স্যামসাংয়ের আসন্ন Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra মডেলগুলির ডিজাইনে কিছু পরিবর্তন দেখা যাবে। ডামি ইউনিটগুলির ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে যে, Samsung Galaxy S24 সিরিজের ফোনগুলিতে তুলনামূলক ফ্ল্যাট সাইড এবং আরও বর্গাকার কোণ থাকবে, যা বর্তমান প্রজন্মের Samsung Galaxy S23 এবং Galaxy S23+ মডেলগুলির তুলনায় কম গোলাকার৷ এছাড়া, Galaxy S24 Ultra-ও সামগ্রিকভাবে ফ্ল্যাট হবে। ভারতে কোন প্রসেসর সহ হ্যান্ডসেটগুলি লঞ্চ হবে সেসম্পর্কে স্যামসাং আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও, সম্প্রতি কিছু ইঙ্গিত পাওয়া গেছে যে, স্যামসাং তাদের Samsung Galaxy S24+ এবং Galaxy S24 Ultra মডেলের ক্ষেত্রে আগের মতো Qualcomm Snapdragon চিপসেটই ব্যবহার করবে, যেখানে স্ট্যান্ডার্ড Samsung Galaxy S24-এর ইন হাউস Exynos চিপসেট সহ আসবে হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, দাম সংক্রান্ত সাম্প্রতিক রিপোর্ট নির্দেশ দিয়েছে যে Samsung Galaxy S24+এর বেস ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,০৪,৯৯৯ টাকা বা ১,০৫,৯৯৯ টাকার খুচরো মূল্যে বিক্রি হবে। অন্যদিকে, Samsung Galaxy S24-এর একই ভ্যারিয়েন্টের মূল্য ১,৩৪,৯৯৯ টাকা বা ১,৩৫,৯৯৯ টাকা হবে।