আইফোনকে টেক্কা দিতে আসছে Samsung Galaxy S24, Galaxy S24+ ও S24 Ultra, দেখা গেল IMEI ডেটাবেসে
Samsung সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে তাদের ফ্ল্যাগশিপ Galaxy S-সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করে থাকে। তাই, পরবর্তী...Samsung সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে তাদের ফ্ল্যাগশিপ Galaxy S-সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করে থাকে। তাই, পরবর্তী প্রজন্মের Galaxy S24 লাইনআপের বাজারে আসতে এখনও কয়েক মাস বাকি আছে। তবে বিগত কয়েক মাস ধরে, S24 সিরিজের ডিভাইসগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য ইন্টারনেটে ফাঁস হয়ে চলেছে। আর এখন ফোনগুলিকে তাদের মডেল নম্বর সহ জিএসএমএ (GSMA)-এর আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গেছে। এই সার্টিফিকেশন থেকে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।
Samsung Galaxy S24 সিরিজ IMEI ডেটাবেসে উপস্থিত হল
এবছর লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এস২৩, এস২৩প্লাস এবং এস২৩ আল্ট্রা-এর মডেল নম্বর যথাক্রমে S911B/DS, SM-S916B/DS এবং SM-S918B/DS৷ আগামী বছর এই ফোন তিনটির উত্তরসূরিগুলি লঞ্চ হতে চলেছে। আইএমইআই (IMEI) ডেটাবেসে, স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এস২৪ হ্যান্ডসেটটি SM-S921B/DS মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। আর স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস এবং এস২৪ আল্ট্রা এর মডেল নম্বর যথাক্রমে SM-S926B/DS এবং SM-S928B/DS। আইএমইআই-তে গ্যালাক্সি এস২৪ সিরিজের উপস্থিতি নিশ্চিত করে যে ডিভাইসগুলি পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং এগুলি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে বাজারে আসবে।
জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস-এর মার্কিন ভ্যারিয়েন্টটি সম্প্রতি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ৮ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৪ ওএস সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। একাধিক রিপোর্ট অনুসারে, গ্যালাক্সি এস২৪ সিরিজ অঞ্চলের ওপর নির্ভর করে অঘোষিত স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এবং স্যামসাংয়ের ইন-হাউস এক্সিনস ২৪০০ চিপসেট দ্বারা চালিত হবে। প্লাস এবং আল্ট্রা ভ্যারিয়েন্টে স্ট্যাকড ব্যাটারি প্রযুক্তির জন্য সম্ভবত ৬৫ ওয়াট সর্বাধিক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, Samsung Galaxy S24+ এবং S24 Ultra যথাক্রমে ৪,৯০০ এমএএইচ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে। ফটোগ্রাফির ক্ষেত্রে, আল্ট্রা মডেলটি বর্তমান এস২৩ আল্ট্রার তুলনায় আপগ্রেডেড ৩x অপটিক্যাল জুম যুক্ত ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা অফার করবে বলে জানা গেছে।