বদনাম ঘুচিয়ে বাজিয়াত করবে Samsung Exynos প্রসেসর, সেরা পারফরম্যান্স দেবে Galaxy S24+

গত সপ্তাহে গ্লোবাল মার্কেটে Z-সিরিজের ফোল্ডেবল ফোন এবং Tab S9 সিরিজের ট্যাবলেট লঞ্চের পর, স্যামসাং (Samsung) তাদের...
Ananya Sarkar 1 Aug 2023 11:50 AM IST

গত সপ্তাহে গ্লোবাল মার্কেটে Z-সিরিজের ফোল্ডেবল ফোন এবং Tab S9 সিরিজের ট্যাবলেট লঞ্চের পর, স্যামসাং (Samsung) তাদের পরবর্তী প্রজন্মের Galaxy S24 সিরিজের প্রিমিয়াম স্মার্টফোনগুলির লঞ্চের দিকে মনোযোগ দিয়েছে৷ যাদের সম্পর্কে বিভিন্ন তথ্য ইতিমধ্যেই ফাঁস হতে শুরু করেছে। যেমন সম্প্রতি জানা গেছে যে, Samsung Galaxy S24 দশটি কোরের Exynos 2400 প্রসেসর সহ আসতে পারে৷ আর এখন, Samsung Galaxy S24+ মডেলটির মার্কিন ভ্যারিয়েন্ট গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়ে এর অভ্যন্তরে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকার বিষয়ে নিশ্চিত করেছে।

Samsung Galaxy S24+ হাজির Geekbench সাইটে

SM-S926U মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস ফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিং অনুযায়ী, ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে, যার সর্বাধিক ক্লক স্পিড ৩.৩০ গিগাহার্টজ এবং বেস ফ্রিকোয়েন্সি ২.২৭ গিগাহার্টজ। ডিভাইসটি ৮ জিবি র‍্যাম অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। গিকবেঞ্চের পরীক্ষায়, ফোনটি অসাধারণ স্কোর অর্জন করেছে। এটি গিকবেঞ্চ ৬ (Geekbench 6)-এর সিঙ্গেল-কোর টেস্টে ২,২২৩ স্কোর এবং মাল্টি-কোর টেস্টে ৬,৬৬১ পয়েন্ট স্কোর করেছে।

উল্লেখ্য, স্যামসাং দেশভেদে ভিন্ন প্রসেসরের সাথে Galaxy S24 সিরিজ লঞ্চ করবে বলে অনুমান। আমেরিকায় স্পষ্টতই Qualcomm Snapdragon 8 Gen 3 ভ্যারিযেন্টে আসবে। তবে, কোন কোন দেশে সংংস্থার নিজস্ব Exynos 2400 চিপের সাথে পাওয়া যাবে, তা এখনও জানা যায়নি। এক্সিনস সাধারণত কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের তুলনায় পারফরম্যান্স এবং এফিসিয়েন্সির দিক থেকে সবসময় পিছিয়ে থাকে। তবে ১০-কোরের Exynos 2400 প্রসেসর সেই ধারা ভাঙবে কিনা, সেটাই এখন দেখার।

Show Full Article
Next Story