লঞ্চের দোরগোড়ায় Samsung Galaxy S24 সিরিজ, আমেরিকার FCC থেকে পেল ছাড়পত্র

Samsung Galaxy S সিরিজ প্রতিবছর কি কি নতুন ও আকর্ষণীয় বৈশিষ্ট্য নিয়ে হাজির হচ্ছে, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সারা বিশ্বের স্মার্টফোন…

Samsung Galaxy S সিরিজ প্রতিবছর কি কি নতুন ও আকর্ষণীয় বৈশিষ্ট্য নিয়ে হাজির হচ্ছে, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সারা বিশ্বের স্মার্টফোন অনুরাগীরা। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি সাধারণত বছরের শুরুর দিকে ফ্ল্যাগশিপ S-সিরিজ লঞ্চ করে। সেইমতো, Samsung Galaxy S24 সিরিজ আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হবে বলে আশা করা যায়। এখন S24 সিরিজে অন্তর্ভুক্ত Samsung Galaxy S24, Samsung Galaxy S24+ এবং Samsung Galaxy S24 Ultra – তিনটি মডেলকেই মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে, যা এর কিছু বৈশিষ্ট্যের ইঙ্গিত দিয়েছে।

Samsung Galaxy S24 সিরিজ পেল FCC-এর অনুমোদন

স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের টপ-এন্ড ‘আল্ট্রা’ মডেলটিকে সম্প্রতি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল, আর স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস মডেলটি কিছুদিন আগে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর সাইটে উপস্থিত হয়েছিল। এবার, পুরো গ্যালাক্সি এস২৪ লাইনআপটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের ডেটাবেসে দেখা গেছে। লিস্টিংটি প্রকাশ করেছে যে, স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এস২৪, গ্যালাক্সি এস২৪ প্লাস, এবং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা যথাক্রমে SM-S921U, SM-S926U এবং SM-S928U মডেল নম্বর বহন করে।

উল্লেখযোগ্যভাবে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস মডেলটিকে এফসিসি-তে একটি চার্জার (EP-TA800)-এর সাথে পরীক্ষা করা হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, সার্টিফিকেশনটি এতে আল্ট্রা-ওয়াইড-ব্যান্ড (UWB) সংযোগ, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং ৫জি নেটওয়ার্কিংয়ের জন্য সাপোর্টও নিশ্চিত করেছে। প্লাস ভ্যারিয়েন্টের পরিমাপ ১৫৮.৫ x ৭৫.৯ x ৭.৭৫ মিলিমিটার হবে বলেও জানা গেছে। এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, গ্যালাক্সি এস২৪ লাইনআপে স্যামসাংয়ের জন্য বিশেষভাবে অপ্টিমাইজ করা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরটি ব্যবহৃত হবে। জানিয়ে রাখি, এর পূর্বসূরি লেটেস্ট গ্যালাক্সি এস২৩ সিরিজে স্ন্যাপড্রাগন ৮ জেন ২-এর একটি ওভারক্লকড সংস্করণ ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ Galaxy S24 সিরিজে নূন্যতম ৮ জিবি র‍্যাম থাকবে বলে জানা গেছে, আর শীর্ষ মডেলগুলিতে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম মিলবে৷ Samsung Galaxy S24 লাইনআপটি আগামী ১৭ জানুয়ারি লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে, অর্থাৎ আর মাস দেড়েক বাদেই। তাই আসন্ন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি সম্পর্কে আরও তথ্য খুব শীঘ্রই সামনে আসবে বলে আশা করা যায়।