স্পেসিফিকেশন থেকে দাম সব কিছু ফাঁস, Samsung Galaxy S24 সিরিজে বড় চমক

ফ্ল্যাগশিপ Samsung Galaxy S24 সিরিজ আগামী ১৭ জানুয়ারি এই বছরের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked 2024) ইভেন্টে...
Ananya Sarkar 11 Jan 2024 5:28 PM IST

ফ্ল্যাগশিপ Samsung Galaxy S24 সিরিজ আগামী ১৭ জানুয়ারি এই বছরের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked 2024) ইভেন্টে লঞ্চ হতে চলেছে। আগের প্রজন্মের মতোই এই লাইনআপেও তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে, এগুলি হল Samsung Galaxy S24, Samsung Galaxy S24+ এবং Samsung Galaxy S24 Ultra। যদিও ইতিমধ্যেই বহু প্রতিবেদন থেকে ফোনগুলির ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে একাধিক তথ্য জানা গেছে। এবার লঞ্চের সপ্তাহখানেক আগে, সমগ্র Samsung Galaxy S24 সিরিজের দাম ও স্পেফিকেশন সামনে চলে এসেছে।

Samsung Galaxy S24 এবং Samsung Galaxy S24+ এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

উইনফিউচার-এর রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৪-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.২ ইঞ্চির ফুলএইচডি+ ডায়নামিক অ্যামোলেড (AMOLED) ২x ডিসপ্লে থাকবে, যা এইচডিআর১০+, অলওয়েজ অন, আই কমফোর্ট শিল্ড এবং ভিশন বুস্টারের মতো ফিচার সাপোর্ট করবে।

এই ফোনটি স্যামসাং এক্সিনস ২৪০০ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ৪ ন্যানোমিটার প্রসেসে নির্মিত ৬৪-বিট ডেকা-কোর চিপ। এর কোরগুলি ৩.২ গিগাহার্টজ, ২.৯ গিগাহার্টজ, ২.৬ গিগাহার্টজ এবং ১.৯৫ গিগাহার্টজ গতিতে রান করে। ডিভাইসটি ৮ জিবি এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ অফার করবে। ফটোগ্রাফির ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এস২৪-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৩x অপটিক্যাল ম্যাগনিফিকেশন সহ ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স উপস্থিত থাকবে। আর ফোনের ফ্রন্ট ক্যামেরাটি ডুয়েল-পিক্সেল অটোফোকাস সহ একটি ১২ মেগাপিক্সেলের সেন্সর হবে। ফোনটির উল্লেখযোগ্য ক্যামেরা ফিচারগুলির মধ্যে রয়েছে ১০০x স্পেস জুম (এস২৪ আল্ট্রার জন্য এক্সক্লুসিভ), নাইটগ্রাফি ভিডিও, সুপার এইচডিআর, ৮কে ভিডিও রেকর্ডিং এবং বিভিন্ন শুটিং মোড।

Samsung Galaxy S24 আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইপি৬৮ (IP68) রেটিং, আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাস আর্মার সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিতে ২৫ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে৷ ফোনটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে থাকবে ইউএসবি-সি পোর্ট, ব্লুটুথ ৫.৩, ওয়াইফাই ৬ই, এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC)। ডিভাইসটি কোবাল্ট ভায়োলেট, অ্যাম্বার ইয়েলো, অনিক্স ব্ল্যাক এবং মার্বেল গ্রে-এর মতো কালার অপশনে পাওয়া যাবে, যার পরিমাপ হবে ৭০.৬ x ১৪৭.০ x ৭.৬ মিলিমিটার এবং ওজন ১৬৭ গ্রাম।

অন্যদিকে, Samsung Galaxy S24+এ তুলনামূলক বড় ৬.৭ ইঞ্চির কিউএইচডি+ ডায়নামিক অ্যামোলেড ২x ডিসপ্লে দেখা যাবে, যা স্ট্যান্ডার্ড মডেলের সমতুল্য স্পেসিফিকেশন এবং ফিচার অফার করবে। এটি একই Samsung Exynos 2400 প্রসেসরের সাথে আসবে, তবে এতে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ মিলবে।

ক্যামেরার ক্ষেত্রে, Samsung Galaxy S24+ মডেলটির ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপটি স্ট্যান্ডার্ড মডেলের অনুরূপ। আর এই ফোনের সামনেও একটি ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Samsung Galaxy S24+ বড় ৪,৯০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে আসবে, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Samsung Galaxy S24+ এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইপি৬৮ (IP68) রেটিং, আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম, কর্নিং গরিলা গ্লাস ভিকটাস আর্মার এবং ডলবি অ্যাটমস সহ স্টেরিও স্পিকার৷ এই হ্যান্ডসেটে আল্ট্রা-ওয়াইডব্যান্ড (UW) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার মাধ্যমে সংযোগ উন্নত করা হবে। Galaxy S24+ বেস মডেলদের মতো একই কালার অপশনে পাওয়া যাবে এবং ফোনটির পরিমাপ হবে ৭৫.৯ x ১৫৮.৫ x ৭.৭ মিলিমিটার ও ওজন ১৯৬ গ্রাম। স্ট্যান্ডার্ড এবং প্লাস - উভয় ডিভাইসই ওয়্যারলেস পাওয়ারশেয়ার, স্যামসাং হেলথ, ওয়্যারলেস স্যামসাং ডিএক্স এবং বিক্সবি অ্যাসিস্ট্যান্ট, সিকিউর ফোল্ডার ও স্যামসাং কেনক্স-এর মতো বিভিন্ন সফ্টওয়্যার ফাংশনালিটি অফার করবে।

Samsung Galaxy S24 Ultra-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Samsung Galaxy S24 Ultra মডেলটি ৬.৮ ইঞ্চির কিউএইচডি+ ডায়নামিক অ্যামোলেড ২x ডিসপ্লে সহ আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩,১২০ x ১,৪৪০ পিক্সেলের রেজোলিউশন এবং ৫০৫ পিপিআই স্ক্রিন ডেনসিটি সাপোর্ট করবে। ফোনটিতে গ্যালাক্সির জন্য এক্সক্লুসিভ Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরটি ব্যবহৃত হবে, যা ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত একটি অক্টা-কোর চিপসেট। টপ-এন্ড আল্ট্রা মডেলটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি/১ টিবি স্টোরেজ অফার করবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Galaxy S24 Ultra-এর কোয়াড রিয়ার ক্যামেরা সিস্টেমে লেজার অটোফোকাস এবং এলইডি ফ্ল্যাশ সহ এফ/১.৭ অ্যাপারচার, সুপার কোয়াড পিক্সেল অটোফোকাস, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং একটি সুপার ক্লিয়ার লেন্স সহ ২০০ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স অন্তর্ভুক্ত থাকবে। এর দুটি টেলিফোটো ক্যামেরার মধ্যে একটি হল ৫x অপটিক্যাল ম্যাগনিফিকেশন সহ ৫০ মেগাপিক্সেলের লেন্স এবং অপরটি ৩x অপটিক্যাল ম্যাগনিফিকেশন সহ একটি ১০ মেগাপিক্সেলের লেন্স। উভয়ই উন্নত অটোফোকাস প্রযুক্তি এবং ওআইএস সাপোর্ট করে। এছাড়াও, ডুয়েল পিক্সেল অটোফোকাস এবং ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সও ক্যামেরা সেটআপে অন্তর্ভুক্ত থাকবে৷ আর ফোনের সামনে ডুয়েল পিক্সেল অটোফোকাস সহ একটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেখা যাবে। Samsung Galaxy S24 Ultra-এর ক্যামেরা এবং ভিডিও ফিচারগুলি S24 এবং S24+এর মতোই।

আসন্ন Samsung Galaxy S24 Ultra-এর স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির মধ্যে থাকবে এস পেন (S Pen) সাপোর্ট, জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং, একটি টাইটানিয়াম ফ্রেম এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাস আর্মার। এটি ওয়্যারলেস পাওয়ারশেয়ার, ওয়্যারলেস স্যামসাং ডিএক্স এবং উইন্ডোজের লিঙ্ক সাপোর্ট করে। উন্নত অডিও এক্সপেরিয়েন্সের জন্য স্টিরিও স্পিকার এবং ডলবি অ্যাটমসের সাপোর্ট মিলবে, এর পাশাপাশি ফোনটি স্যামসাং হেলথ, বিক্সবি অ্যাসিস্ট্যান্ট, বিক্সবি রুটিনস এবং উন্নত কার্যকারীতার জন্য সিকিউর ফোল্ডার দ্বারা সজ্জিত হবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Samsung Galaxy S24 Ultra-এ ৪৫ ওয়াট ওয়্যার্ড ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ বড় ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে।

এছাড়া, Galaxy S24 Ultra-এর সংযোগ বিকল্পগুলির মধ্যে রয়েছে ইউএসবি-সি পোর্ট, ইউএসবি ৩.২ জেন ১, ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ৭, ওয়াই-ফাই ডাইরেক্ট, মিরাকাস্ট, নিয়ার ফিল্ড কমিউনিকেশন এবং আল্ট্রা-ওয়াইডব্যান্ড (UWB) প্রযুক্তি। Samsung Galaxy S24 Ultra টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম ভায়োলেট এবং টাইটানিয়াম ইয়েলো কালার অপশনে লঞ্চ হবে। পরিশেষে ফোনটির পরিমাপ হবে ৭৯.০ x ১৬২.৩ x ৮.৬ মিলিমিটার এবং ওজন হবে ২৩২ গ্রাম।

Samsung Galaxy S24 সিরিজের মূল্য (প্রত্যাশিত)

রিপোর্ট অনুযায়ী, ইউরোপে Samsung Galaxy S24-এর প্রারম্ভিক মূল্য হবে ৮৯৯ ইউরো (প্রায় ৮১,৯৫০ টাকা)। Samsung Galaxy S24+এর বেস ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ১,১৪৯ ইউরো (প্রায় ১,০৪,৭৪০ টাকা) মূল্যে পাওয়া যাবে। উল্লেখিত কালার অপশন ছাড়াও, এই তিনটি মডেলই এক্সক্লুসিভ জেড গ্রিন, স্যাফায়ার ব্লু এবং স্যান্ডস্টোন অরেঞ্জ শেডে স্যামসাং স্টোর থেকে কেনা যাবে।

Show Full Article
Next Story