iPhone 15 Pro-র থেকেও টেকসই Samsung S24 Ultra, পাশ করল জনপ্রিয় ইউটিউবারের পরীক্ষায়
Samsung এই মাসেই তাদের বহু প্রতীক্ষিত Galaxy S24 সিরিজ লঞ্চ করেছে। Samsung Galaxy S24 Ultra হল এই লাইনআপের সবচেয়ে...Samsung এই মাসেই তাদের বহু প্রতীক্ষিত Galaxy S24 সিরিজ লঞ্চ করেছে। Samsung Galaxy S24 Ultra হল এই লাইনআপের সবচেয়ে প্রিমিয়াম মডেল। এটি টাইটানিয়াম বিল্ড ও নতুন গরিলা আর্মার ডিসপ্লে দ্বারা সজ্জিত। যা নিঃসন্দেহে ফ্ল্যাগশিপ ফোনটির বিল্ড কোয়ালিটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। সম্প্রতি Galaxy S24 Ultra-এর স্ক্র্যাচ এবং ড্রপ টেস্টে করা হয়েছে। আর এখন, এক জনপ্রিয় ইউটিউবার ফোনটির ওপর ম্যাক্সিমাম লেভেলের ডিউরাবিলিটি টেস্ট চালিয়েছে। চলুন দেখে নিই, সেই পরীক্ষায় Samsung Galaxy S24 Ultra সসম্মানে উত্তীর্ণ হল কিনা।
Samsung Galaxy S24 Ultra উত্তীর্ণ হল স্থায়িত্বের পরীক্ষায়
স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-এর ডিসপ্লেটি কর্নিং (Corning)-এর লেটেস্ট গরিলা আর্মার স্তরযুক্ত। এটি প্রতিফলনকে ৭৫ শতাংশ পর্যন্ত কমাতে পারে। এটি সুপরিচিত ইউটিউবার জেরিরিগএভরিথিং ওরফে জ্যাক নেলসনের ইন্টেন্স ডিউরাবিলিটি টেস্টে পরিলক্ষিত হয়েছে, যখন ডিভাইসটিকে পুরানো নোট ১০ প্লাসের সাথে তুলনা করা হয়। গরিলা আর্মারের আরেকটি সুবিধা হল যে, এটি আগের প্রজন্মের মডেলের তুলনায় চার গুণ পর্যন্ত স্ক্র্যাচ-প্রতিরোধী। ফলতঃ, এস২৪ আল্ট্রা মোহস হার্ডনেস স্কেল (Mohs hardness Scale)-এর লেভেল ৬-এ গিয়ে স্ক্র্যাচ হয়।
প্রসঙ্গত, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-এর সাইড ফ্রেমের জন্য কোন গ্রেডের টাইটানিয়াম ব্যবহার করছে, তা স্যামসাং প্রকাশ করেনি। স্ক্র্যাপ টেস্টে, সাইড ফ্রেমটি আইফোন ১৫ প্রো ম্যাক্স-এর মতোই স্ক্র্যাচ হয়। স্যামসাং ফ্ল্যাগশিপের রিয়ার প্যানেলটিও গ্লাস দ্বারা বেষ্টিত এবং এটি ডিউরাবিলিটি পরীক্ষায় স্ক্র্যাচ প্রতিরোধ করেছে। তবে এস-পেন (S-Pen)-টি সামান্য চাপে ভেঙে যায়। বার্ন টেস্টে, ডিসপ্লে পিক্সেলগুলি সাদা হয়ে যাওয়ার আগে এবং পুরোপুরি রিকভারি না করার আগে ৩০ সেকেন্ডের জন্য আগুনের শিখার তাপ সহ্য করে। আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বারবার স্ক্র্যাচ করার পরেও কাজ করে।
অবশেষে, ইউটিউবার বেন্ড টেস্টে যথেষ্ট চাপ দিয়ে স্মার্টফোনটিকে উভয় দিক থেকে বাঁকানোর চেষ্টা করেন। Samsung Galaxy S24 Ultra এই প্রক্রিয়া চলাকালীন এটি সামান্য বাঁকলেও পুরোপুরি ভেঙে যায় না। স্বাভাবিকভাবেই, স্যামসাং এই ফলাফলে খুশি হবে, যেহেতু অ্যাপল (Apple)-এর iPhone 15 Pro-এর রিয়ার গ্লাসটিতে চাপ প্রয়োগ করার ৫ সেকেন্ডেরও কম সময়েই ফাটল দেখা দেয়।