Apple-এর পথে Samsung, আইফোন 15-এর ফিচার এবার Galaxy ফোনে, কি সেটা জানেন

Samsung Galaxy S24 সিরিজের স্মার্টফোনগুলি আগামী বছরের শুরুতেই বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। সম্ভাব্য তারিখের কথা...
Ananya Sarkar 5 Nov 2023 4:25 PM IST

Samsung Galaxy S24 সিরিজের স্মার্টফোনগুলি আগামী বছরের শুরুতেই বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। সম্ভাব্য তারিখের কথা বললে, আগামী ১৭ জানুয়ারি অফিশিয়াল লঞ্চ হতে পারে। বিভিন্ন সূত্র থেকে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির ফ্ল্যাগশিপ ফোনগুলির সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। এবার এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল, Galaxy S24 Ultra-র অন্যতম বিশেষত্বের কথা প্রকাশ হয়েছে।

Samsung Galaxy S24 Ultra টাইটানিয়াম ফ্রেম সহ আসতে চলেছে

দ্য ইলেক দাবি করেছে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-তে টাইটানিয়াম ফ্রেম থাকবে। জানিয়ে রাখি, সেপ্টেম্বরে অ্যাপল তাদের আইফোন ১৫ প্রো মডেলে প্রথম এই ধাতুটি ব্যবহার করেছিল। পরে শাওমিও সেই পথ অনুসরণ করে প্রো মডেলটির টাইটানিয়াম এডিশন বাজারে নিয়ে এসেছে।

রিপোর্টে যোগ করা হয়েছে যে, আগামী বছরে গ্যালাক্সি এস২৪ আল্ট্রা হবে টাইটানিয়াম যুক্ত প্রথম স্যামসাং ফোন। এটি কতটা ভালভাবে গৃহীত হয়েছে তার ওপর ভিত্তি করে, কোম্পানি অন্যান্য মডেলে উপাদানটি ব্যবহার করতে পারে। যদিও এতদিন শোনা যাচ্ছিল, সমগ্র গ্যালাক্সি এস২৪ সিরিজ, অর্থাৎ স্ট্যান্ডার্ড, প্লাস এবং আল্ট্রা - এই তিনটি মডেলই টাইটানিয়াম ফ্রেমের সাথে বাজারে আসবে।

উল্লেখ্য, Samsung Galaxy S24 Ultra-এর ফাঁস হওয়া রেন্ডার পূর্বসূরির মতো পরিচিত ডিজাইন প্রদর্শন করেছে। তবে ফোনটির স্ক্রিনে বেজেলে কমে গিয়েছে। নেক্সট জেনারেশন Galaxy S24 সিরিজ দেশভেদে Qualcomm Snapdragon এবং Samsung Exynos প্রসেসর ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলেও নিশ্চিত করা হয়েছে।

Show Full Article
Next Story