টেকসইয়ের সাথে দেখতেও লাগবে ঝাক্কাস, Samsung Galaxy S24 Ultra আসছে টাইটানিয়াম ফ্রেমের সাথে?
Samsung তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S24 Ultra -কে একাধিক অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি...Samsung তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S24 Ultra -কে একাধিক অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি টাইটানিয়াম অ্যালয় ফ্রেমের সাথে লঞ্চ করতে পারে। জনপ্রিয় লিকস্টার আইস ইউনিভার্স (Ice Universe) এমনই দাবি করেছেন। আসলে সম্প্রতি তাকে '২২' নম্বর লেখা একটি পিরিয়ডিক টেবিলের ছবি টুইটারে শেয়ার করতে দেখা যায়। জানিয়ে রাখি, পদার্থবিদ্যার ভাষায় ২২ হল টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা (atomic number)। ফলে এহেন পোস্ট সামনে আসতেই জল্পনা শুরু হয়ে গেছে যে, আসন্ন Samsung Galaxy S24 Ultra স্মার্টফোনে হয়তো টাইটানিয়াম অ্যালয় ফ্রেম ব্যবহার করা হবে।
Samsung Galaxy S24 Ultra স্মার্টফোনে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হতে পারে
কয়েকদিন আগেই সামনে এসেছিল যে, অ্যাপল তাদের আপকামিং আইফোন ১৫ সিরিজের 'প্রো' মডেলগুলিতে প্রিমিয়াম-গ্রেড মেটেরিয়াল ব্যবহার করতে পারে। এই তথ্য প্রকাশ্যে আসার প্রায় পরপরই স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা মডেলটির টাইটানিয়াম অ্যালয় ফ্রেমের সাথে লঞ্চ হওয়ার খবর অনলাইনে ছড়িয়ে পড়েছে। তবে যেহেতু সংস্থাটি স্বয়ং এই তথ্য স্বয়ং নিশ্চিত করেনি, সেহেতু খবরটি যে ১০০% সত্য তা এই মুহূর্তেই আমরা হলফ করে বলতে পারছি না। আবার টিপস্টার আইস ইউনিভার্স এতদিন যতগুলি স্যামসাং ডিভাইস সংক্রান্ত খরব সামনে এনেছেন, বেশিরভাগ সত্যি হয়েছে। ফলে গুজব বলেও উড়িয়ে দিতে পারছি না আমরা।
আর যদি সত্যি আপকামিং ফোনে টাইটানিয়াম অ্যালয় ব্যবহার করা হয়, তবে তা স্টেইনলেস স্টীল বা অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেমের তুলনায় অধিক উন্নত 'স্ট্রেন্থ-টু-ওয়েট' রেশিও অফার করতে সমর্থ হবে। এই কারণবশতই এখন বহু ব্র্যান্ডই তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসকে টাইটানিয়াম অ্যালয় বডির সাথে নিয়ে আসতে পছন্দ করছে। এক্ষেত্রে স্যামসাং এই বিষয়ে পিছিয়ে থাকবে এমনটা সম্ভবই না…
এদিকে স্যামমোবাইল (Sammobile) -এর একটি লেটেস্ট রিপোর্টে, Samsung Galaxy S24 লাইনআপে "আর্মর অ্যালুমিনিয়াম" ফ্রেম অন্তর্ভুক্ত করা হতে পারে এবং টাইটানিয়াম অ্যালয় ফ্রেমকে ভবিষ্যতের ফ্ল্যাগশিপ মডেলগুলির জন্য সংরক্ষিত রাখা হবে এমন দাবি করা হয়েছে।
যাইহোক, টিপস্টার আইস ইউনিভার্স দ্বারা শেয়ার করা তথ্য যদি সত্যি প্রমাণিত হয় তবে, টাইটানিয়াম অ্যালয় ফ্রেমের সাথে আসন্ন গ্যালাক্সি এস২৪ ফ্ল্যাগশিপ সিরিজের 'আল্ট্রা' ফোনটি পূর্বসূরিদের তুলনায় আরো উন্নত টেকসই বডি-বিল্ড এবং 'লাক্সারি' লুক প্রদান করবে বলেই আমাদের অনুমান।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি তাদের আসন্ন Galaxy S24 সিরিজে নতুন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা করছে বলেও জানা গেছে। এক্ষেত্রে এই নয়া ব্যাটারি প্রযুক্তি 'ইলেক্ট্রনিক্স ভ্যাহিকেল' বা বৈদ্যুতিক যানবাহন দ্বারা অনুপ্রাণিত এবং এটি ডিভাইসে থাকা ব্যাটারির পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সক্ষম।