200MP ক্যামেরা নিয়ে আসছে Samsung এর চার দুর্ধর্ষ ফোন, কম আলোতেও উঠবে দারুণ ছবি
স্যামসাং প্রতি বছর ফেব্রুয়ারি মাস নাগাদ তাদের ফ্ল্যাগশিপ Galaxy S-সিরিজের স্মার্টফোন বিশ্ববাজারে লঞ্চ করে থাকে। দক্ষিণ...স্যামসাং প্রতি বছর ফেব্রুয়ারি মাস নাগাদ তাদের ফ্ল্যাগশিপ Galaxy S-সিরিজের স্মার্টফোন বিশ্ববাজারে লঞ্চ করে থাকে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির এই প্রিমিয়াম লাইনআপের কি কি নিত্যনতুন ফিচার এবং আপগ্রেড অফার করছে, তা দেখার জন্য স্যামসাং অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এবছর ফেব্রুয়ারিতে Samsung Galaxy S23 সিরিজ লঞ্চ হয়েছে। এই লাইনআপের অন্যতম আকর্ষণ ছিল এর টপ-এন্ড মডেলের প্রাইমারি ক্যামেরা। কেননা লেটেস্ট Galaxy S23 Ultra ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, যা স্যামসাংয়ের ফোনে প্রথম। আর এখন এক টিপস্টার দাবি করেছেন যে, Galaxy S Ultra সিরিজের পরবর্তী চার প্রজন্মের মডেলে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরাই ব্যবহার করা হবে। লিক অনুসারে, Samsung Galaxy S24 Ultra পূর্বসূরি Galaxy S23 Ultra-এর মতো একই রকম প্রাইমারি ক্যামেরার সাথে আসবে। অন্যদিকে, Galaxy S25 Ultra এবং S26 Ultra-এ নতুন ও আরও উন্নত ২০০ মেগাপিক্সেলের সেন্সর থাকবে, যেখানে Galaxy S27 Ultra-এ 1/1.12-ইঞ্চি ISOCELL GN2 লেন্স থাকবে। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Samsung Galaxy S Ultra-এর পরবর্তী তিন প্রজন্মে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহৃত হতে পারে
টিপস্টার রেভেগনাস স্যামসাং গ্যালাক্সি এস আল্ট্রা পরবর্তী চার প্রজন্মের মূল ক্যামেরার বিবরণ প্রকাশ করেছে। টিপস্টারের বক্তব্য যদি সত্যি হয় তাহলে, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা তার প্রাথমিক ক্যামেরা হিসেবে ২০০ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল এইচপি সেন্সর ব্যবহার করবে। উল্লেখযোগ্যভাবে, এটি একই ইমেজ সেন্সর যা গত ফেব্রুয়ারিতে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এর সাথে আত্মপ্রকাশ করেছিল। সেন্সরটি এক থাকলেও, কোম্পানিটি ক্যামেরা পারফরম্যান্স উন্নত করতে সফ্টওয়্যার অপ্টিমাইজড করতে পারে।
টিপস্টার আরও প্রকাশ করেছেন যে পরবর্তী সামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা এবং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেলগুলিতে আইএসওসেল এইচপি২ সেন্সরের উত্তরসূরি লেন্স ব্যবহৃত হবে। যা ২০০ মেগাপিক্সেল রেজোলিউশন বজায় রাখবে। যা সম্ভবত লো লাইট ইমেজিং এবং ন্যানোফোটোনিক্সের মতো উন্নত ইমেজিং প্রযুক্তির জন্য উন্নত লাইট রিসিভার পাবে। এটি একটি ১৭ ন্যানোমিটার প্রক্রিয়া নোডের ওপর নির্মিত একটি সেন্সর হবে, যা সারা বিশ্বে প্রথম।
সবশেষে, টিপস্টার দাবি করেছে যে Galaxy S27 আল্ট্রা মডেলটি অবশেষে ২০০ মেগাপিক্সেলের সেন্সর সিরিজ থেকে দূরে সরে আসবে। এটি ১/১.১২ ইঞ্চির সেন্সর সহ আসতে পারে, যা ১/১.৩ ইঞ্চির এইচপি২ সেন্সর থেকে সামান্য বড়। যদিও টিপস্টার সেন্সরটির সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করেননি, তবে ধরে নেওয়া যায় এটি Xiaomi Mi 11 Ultra-এ ব্যবহৃত ১/১.১২-ইঞ্চি স্যামসাং আইএসওসেল জিএন২ সেন্সরের একটি আপগ্রেডেড ভার্সন হবে।