Samsung Galaxy S24 Ultra লঞ্চ হবে 50MP টেলিফটো ক্যামেরার সঙ্গে, জুমেও দারুণ ছবি আসবে

স্যামসাং সম্প্রতি Galaxy Z Flip 5 এবং Z Fold 5 ফোল্ডেবল স্মার্টফোনগুলি বিশ্ববাজারে লঞ্চ করেছে। দক্ষিণ কোরিয়ার...
Ananya Sarkar 20 Aug 2023 7:12 PM IST

স্যামসাং সম্প্রতি Galaxy Z Flip 5 এবং Z Fold 5 ফোল্ডেবল স্মার্টফোনগুলি বিশ্ববাজারে লঞ্চ করেছে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির পরবর্তী বড় লঞ্চ ইভেন্টটির জন্য এখনও কয়েক মাস বাকি রয়েছে। তবে এখন থেকেই স্যামসাংয়ের আসন্ন ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির সম্পর্কে একাধিক উত্তেজনাপূর্ণ খবর বাজারে আসতে শুরু করেছে। Samsung Galaxy S24 সিরিজের Ultra মডেলটিকেই নিয়েই আগ্রহ সবচেয়ে বেশি। Galaxy S24 Ultra আপগ্রেডেড ডিসপ্লে, দ্রুততর চিপসেট, ৪৫ ওয়াট চার্জিং প্রযুক্তি সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে বলে শোনা যাচ্ছিল। আর এখন সূত্র মারফৎ জানা গেছে যে, এতে ৫০ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স সহ কোয়াড-ক্যাম সেটআপ থাকবে৷ আগামী বছর Galaxy S24 Ultra মডেলটি ক্যামেরা বিভাগে কি কি অফার করতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক।

ফাঁস হল Samsung Galaxy S24 Ultra ক্যামেরা ফিচার

টিপস্টার আইস ইউনিভার্স দাবি করেছেন যে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ৩x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর অফার করবে, যার সেন্সর সাইজ হবে ১/২.৫২ ইঞ্চি এবং এর সাহায্যে উন্নত গুণমানের সাথে ৫x জুম ইমেজ পাওয়া যাবে। ওই সূত্র আগেও জানিয়েছিল, এস২৪ আল্ট্রা-এর টেলিফটো সেন্সর ৫x জুম সাপোর্ট করবে। তবে এখন দেখা যাচ্ছে সেটি হচ্ছে না, বরং ৩x জুম তার জায়গা নেবে।

আসন্ন আল্ট্রা টেলিফোটো ক্যামেরারটি পূর্বসূরি স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রার ২০ মেগাপিক্সেলের সেন্সরের থেকে বড় আপগ্রেড। এটি এস২৪ আল্ট্রা-এর কোয়াড-ক্যামেরা সেটআপের অংশ হবে। পূর্বসূরি মডেলে থাকা ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্সও এস২৪ আল্ট্রা-এর কোয়াড ক্যামেরা সিস্টেমে যোগ দেবে এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাও ডিভাইসে পুনরায় ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। প্রাইমারি ক্যামেরাটি বর্তমান ফ্ল্যাগশিপের মতোই ২০০ মেগাপিক্সেল রেজোলিউশন অফার করবে, যদিও এতে গুণগত দিক থেকে ক্রমবর্ধমান পরিবর্তন দেখা যেতে পারে।

এছাড়াও, আইস ইউনিভার্স জানিয়েছে যে, Samsung Galaxy S24 Ultra-এ আপগ্রেডেড ডিসপ্লে থাকবে, যদিও এটি ঠিক কেমন হবে, তা তিনি খোলসা করেননি। ফোনটিতে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি তবে বলে জানা গেছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

প্রসেসরের ক্ষেত্রে, স্যামসাং Galaxy S24 সিরিজে অঞ্চল ভেদে তাদের নিজস্ব Exynos 2400 প্রসেসর এবং Snapdragon 8 Gen 3 চিপসেট ব্যবহার করবে বলে শোনা যাচ্ছে। আশা করা হচ্ছে, আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের মার্কেটে এক্সিনস সংস্করণটি পাওয়া যাবে। আর চীন এবং উত্তর আমেরিকার বাজারে Snapdragon 8 Gen 3 সংস্করণটি লঞ্চ করা হবে। Samsung Galaxy S24 সিরিজটি আগামী বছরের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারিতে বাজারে আত্মপ্রকাশ করবে।

Show Full Article
Next Story