Galaxy S25 মডেলই লাস্ট, আইফোনের সাথে টেক্কা দিতে মন খারাপ করা সিধান্ত নিতে পারে Samsung

চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে লঞ্চ হতে পারে Samsung Galaxy S25 স্মার্টফোন সিরিজ। ইতিমধ্যেই এই সিরিজ সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। তবে আজ…

Ankita Mondal 2 Oct 2024 10:51 AM IST

চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে লঞ্চ হতে পারে Samsung Galaxy S25 স্মার্টফোন সিরিজ। ইতিমধ্যেই এই সিরিজ সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। তবে আজ Samsung Galaxy S25 সিরিজ সম্পর্কে যে রিপোর্ট সামনে এসেছে, তা জানার পর আপনার মন খারাপ হতে পারে। আসলে এই লাইনআপ বাজারে আসার পরপরই একটি যুগের অবসান হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এরপর থেকে আর ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে কোনো বেস মডেল লঞ্চ করবে না Samsung।

Samsung Galaxy S25 হতে পারে S সিরিজের শেষ কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন

স্যামসাং সাধারণ এস সিরিজের অধীনে তিনটি মডেল লঞ্চ করে থাকে, যার মধ্যে থাকে একটি বেস মডেল, একটি প্লাস মডেল ও একটি আল্ট্রা মডেল। এই তিনটি ভ্যারিয়েন্টেই বিভিন্ন সাইজের ডিসপ্লে ব্যবহার করা হয়। তবে স্যামসাং লক্ষ্য করেছে যে, গত কয়েকবছর ধরে প্লাস ও আল্ট্রা ভ্যারিয়েন্টের চাহিদা থাকলেও, বেস মডেল ভালো বিক্রি হচ্ছে না।

বিশেষ করে Samsung Galaxy S24 সিরিজের বিক্রির পরিসংখ্যান সংস্থাকে ভাবিয়ে তুলেছে। এই সিরিজের Galaxy S24 মডেল ক্রেতাদের মন জয় করতে ব্যর্থ হলেও, চাহিদা তুঙ্গে Galaxy S24+ ও Galaxy S24 Ultra এর। যেকারণে টিপস্টার আইস ইউনিভার্স দাবি করেছেন যে, iPhone এর সাথে টেক্কা দিতে Samsung কেবল জনপ্রিয় মডেলগুলিকেই রাখতে চাইছে। নইলে স্যামসাংয়ের বেস মডেলের তুলনায় অনেকটাই এগিয়ে থাকছে আইফোন সিরিজের বেস মডেল।

টিপস্টারের এই দাবি যদি সত্যি হয় তাহলে আমরা Galaxy S26 সিরিজের অধীনে কেবল প্লাস ও আল্ট্রা মডেল লঞ্চ হতে দেখবো। যদিও এই কাজ করলে কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন বিভাগে আইফোনের আর কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। যদিও শোনা যাচ্ছে Oppo এবছর Find X8 সিরিজের অধীনে একটি কম্প্যাক্ট স্মার্টফোন আনবে, তবে সেটিও আইফোন ১৬ কে টেক্কা দিতে পারবে তা নিয়ে সন্দেহ আছে।

যদিও মনে রাখবেন, এই খবরের সত্যতা স্যামসং স্বীকার করেনি। তাদের তরফে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানানো হয়নি। যদিও ঘোষণা করার মতো এখনও অনেক সময় আছে। তাই ভবিষ্যতে স্যমাসাং কি করবে তা সময়ই বলবে।

Show Full Article
Next Story