Samsung Galaxy S25 সিরিজের ফোন কোন কোন কালারে কেনা যাবে? লঞ্চের আগেই ফাঁস

Samsung Galaxy S25 Series Launch Date - অঞ্চল ভেদে স্যামসাং গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ প্লাস ও গ্যালাক্সি এস২৫ আল্ট্রা একাধিক প্রসেসর সহ লঞ্চ হবে।

Ankita Mondal 8 Nov 2024 12:34 PM IST

লঞ্চের সময় যত এগিয়ে আসছে ততই Samsung Galaxy S25 সিরিজ নিয়ে নতুন নতুন তথ্য উঠে আসছে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারিতে এই সিরিজের তিনটি ফোন বাজারে আসতে পারে - Samsung Galaxy S25, Galaxy S25+ ও Galaxy S25 Ultra। ইতিমধ্যেই ডিভাইসগুলি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। সেখান থেকে এদের সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ আবার ডিসপ্লে অ্যানালিস্ট, রয় ইয়াং এই সিরিজের ফোনগুলির কালার অপশন প্রকাশ করেছে। আসুন Galaxy S25 সিরিজ কি কি কালারে পাওয়া যাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S25 সিরিজের কালার অপশন ফাঁস

রস ইয়াং একটি এক্স পোস্টের মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের কালার অপশন সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, এবছর নতুন এস২৫ সিরিজের ফোনগুলি খুব বেশি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে না। কয়েকটি কালার কেবল স্যামসাং অনলাইন স্টোরে উপলব্ধ হবে। গ্যালাক্সি এস২৫ ও গ্যালাক্সি এস২৫ প্লাস মডেল দুটি কোরাল রজড, ব্লু/ব্ল্যাক ও পিঙ্ক গোল্ড সহ আরও কয়েকটি কালারে আসবে। যেখানে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা টাইটেনিয়াম জেড গ্রীন, টাইটেনিয়াম পিঙ্ক গোল্ড ও টাইটেনিয়াম ব্লু/ব্ল্যাক সহ আরও কয়েকটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হবে।

Samsung Galaxy S25/ Galaxy S25 Plus এর কালার ভ্যারিয়েন্ট

* কোরাল রেড

* মুন নাইট ব্লু

* পিঙ্ক গোল্ড

* সিলভার শ্যাডো

* স্পার্কলিং ব্লু

* স্পার্কলিং গ্রীন

* গ্যালাক্সি এস২৫ প্লাস- মিডনাইট ব্ল্যাক

Samsung Galaxy S25 কোন কোন কালার অপশন সহ লঞ্চ হবে?

* টাইটেনিয়াম ব্ল্যাক

* টাইটেনিয়াম ব্লু

* টাইটেনিয়াম গ্রে

* টাইটেনিয়াম জেড গ্রীন

* টাইটেনিয়াম পিঙ্ক গোল্ড

* টাইটেনিয়াম সিলভার

স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

প্রথমেই বলি, অঞ্চল ভেদে স্যামসাং গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ প্লাস ও গ্যালাক্সি এস২৫ আল্ট্রা একাধিক প্রসেসর সহ লঞ্চ হবে। এগুলিতে স্ন্যাপড্রাগন ৮ এলিট, মিডিয়াটেক ৯৪০০ ও এক্সিনস ২৫০০ প্রসেসর থাকবে। তবে আল্ট্রা মডেলে কেবল স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হতে পারে। ফোনগুলি নতুন ক্যামেরা সহ আসবে। যদিও এবার আল্ট্রা মডেলে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার পরিবর্তে নতুন ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এছাড়া এটি এস পেন সাপোর্ট সহ আসবে। ব্যাটারি ক্যাপাসিটি সামান্য বাড়ানো হবে।

Show Full Article
Next Story