Samsung Galaxy S25 Plus Geekbench

এক্সিনস ২৫০০ প্রসেসর সহ স্যামসাং গ্যালাক্সি এস২৫ প্লাস উপস্থিত হল গিকবেঞ্চে, থাকবে ১২ জিবি র‌্যাম

Samsung Galaxy S25 Plus Geekbench - বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম গিকবেঞ্চ-এ স্যামসাং গ্যালাক্সি এস২৫ প্লাস ফোনকে S936B মডেল নম্বর সহ দেখা গেছে। একই মডেল নম্বর সহ ডিভাইসটি এর আগেও বিভিন্ন সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। বেঞ্চমার্ক সাইটে স্মার্টফোনটি এক্সিনস ২৫০০ প্রসেসর সহ সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে যথাক্রমে ২,৩৫৯ ও ৮১৪১ স্কোর করেছে।

Julai Mondal 5 Nov 2024 10:36 PM IST

আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজ। এই সিরিজের অধীনে তিনটি মডেল আসবে বলে আশা করা হচ্ছে - স্যামসাং গ্যালাক্সি এস২৫, স্যামসাং গ্যালাক্সি এস২৫ প্লাস ও স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা। এরমধ্যে আল্ট্রা মডেলটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ লঞ্চ হবে বলে ইতিমধ্যেই জানা গেছে। তবে মনে হচ্ছে বেস ও প্রো মডেলে অন্য প্রসেসর থাকবে। আসলে আজ এক্সিনস ২৫০০ চিপসেট সহ স্যামসাং গ্যালাক্সি এস২৫ প্লাস গিকবেঞ্চ-এ উপস্থিত হয়েছে। এছাড়া বেস মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর থাকতে পারে বলে কিছুদিন আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল।

Samsung Galaxy S25+ উপস্থিত হল Geekbench-এ

বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম গিকবেঞ্চ-এ স্যামসাং গ্যালাক্সি এস২৫ প্লাস ফোনকে S936B মডেল নম্বর সহ দেখা গেছে। একই মডেল নম্বর সহ ডিভাইসটি এর আগেও বিভিন্ন সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। বেঞ্চমার্ক সাইটে স্মার্টফোনটি এক্সিনস ২৫০০ প্রসেসর সহ সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে যথাক্রমে ২,৩৫৯ ও ৮১৪১ স্কোর করেছে।

এখানে ফোনটি ১২ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। যদিও লঞ্চের সময় এর আরও অনেক র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। আবার স্যামসাং গ্যালাক্সি এস২৫ প্লাস অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। যদিও অবশ্যই ওয়ান ইউআই কাস্টম স্কিন থাকবে। এছাড়া গিকবেঞ্চ থেকে আর কোনো তথ্য সামনে আসেনি।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা কে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ গিকবেঞ্চ প্ল্যাটফর্মে খুঁজে পাওয়া গিয়েছিল। এখানে ডিভাইসটি সিঙ্গেল কোর টেস্টে ৩,০৯৬ স্কোর ও মাল্টি কোর টেস্টে ৯,০৮০ স্কোর করেছে। সেদিক থেকে দেখলে, এক্সিনস প্রসেসর চলিত ফোনের সিঙ্গেল ও মাল্টি কোর স্কোর যথেষ্ট কম। ফলে পারফরম্যান্সেও যে ঘাটতি দেখা যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

জানিয়ে রাখি, এক্সিনস ২৫০০ প্রসেসরে ১০ কোর সিপিইউ আর্কিটেকচার উপস্থিত, যা সর্বোচ্চ ৩.৩ গিগাহার্টজ ক্লক স্পিড দেবে। এতে স্যামসাংয়ের এক্সক্লিপস ৯৫০ জিপিইউ দেওয়া হয়েছে।

Show Full Article
Next Story