Samsung Galaxy S25 ও S25 Plus আরও আকর্ষণীয় কালারে আসছে, লঞ্চের আগেই ফাঁস হল

Samsung Galaxy S25 সিরিজ আগামী বছরের শুরুতেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এখন এই সিরিজের ফোনগুলির কালার অপশনগুলি প্রকাশ্যে এসেছে।

Ananya Sarkar 2 Dec 2024 7:28 PM IST

স্যামসাং তাদের আসন্ন ফ্ল্যাগশিপ Samsung Galaxy S25 এবং Samsung Galaxy S25+ স্মার্টফোনগুলির নতুন কালার অপশন বাজারে আনতে চলেছে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি ফোনের সিম ট্রের কিছু ছবি ফাঁস হয়েছে, যা এই কালার অপশনগুলির আভাস দিয়েছে। এই রঙগুলি আগামী জানুয়ারি মাসে লঞ্চ হতে চলা আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের ফোনগুলিকে আরও আকর্ষণীয় করে তুলবে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S25 ও Samsung Galaxy S25+ ফোনের রিফ্রেশড কালার অপশন

যদিও স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের কালার ভ্যারিয়েন্টের অফিসিয়াল নাম নিশ্চিত করা হয়নি, তবে ফাঁস হওয়া ট্রেগুলি পাঁচটি স্বতন্ত্র শেড প্রকাশ করেছে, এগুলি হল ব্ল্যাক, গ্রিন, পার্পল, ব্লু এবং হোয়াইট। এথেকে মনে করা হচ্ছে যে স্যামসাং তাদের ইউজারদের জন্য আরও প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় বিকল্প অফার করার পরিকল্পনা নিয়েছে। সিম ট্রের ছবিগুলি একটি ডিপ ব্লু কালার দেখিয়েছে, যেটিকে কোনও গ্যালাক্সি এস ডিভাইসে দেখা এখনও পর্যন্ত সবচেয়ে গাঢ় রঙ হিসাবে বর্ণনা করা হয়েছে। আবার গ্রিন এবং পার্পল অপশনগুলি মিন্ট এবং ভায়োলেট থেকে অনুপ্রেরণা গ্রহণ করে৷ ব্ল্যাক এবং হোয়াইট অপশনগুলি হল ক্ল্যাসিক, যদিও ব্ল্যাক ভ্যারিয়েন্টটি একটি ডার্ক গ্রে শেডও হতে পারে।

এই রঙগুলি স্যামসাং গ্যালাক্সি এস২৫ এবং স্যামসাং গ্যালাক্সি এস২৫ প্লাস উভয়ের জন্যই উপলব্ধ হতে পারে। তবে আরও প্রিমিয়াম পজিশনিংয়ের জন্য উচ্চতর স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মডেলে সম্ভবত একটি টাইটানিয়াম ফ্রেমের সাথে মিনিমালিস্ট ডিজাইন দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এবং স্যামসাং গ্যালাক্সি এস২৫ প্লাস উভয় ফোনকেই এখনও পর্যন্ত গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে কোম্পানির ইন-হাউস এক্সিনস ২৫০০ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট উভয় চিপের সাথেই দেখা গেছে। যদিও এটা এখনও স্পষ্ট নয় যে, স্যামসাংয়ের ইন-হাউস এক্সিনস ২৫০০ চিপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন ছাড়া অন্যান্য বাজারে লঞ্চ হওয়া ডিভাইসগুলিতেও ব্যবহৃত হবে কিনা।

প্রসঙ্গত, স্ন্যাপড্রাগন ৮ এলিট-চালিত স্যামসাং গ্যালাক্সি এস২৫ প্লাস ফোনের সাম্প্রতিক গিকবেঞ্চ লিস্টিংটি সম্ভাবনাময় বেঞ্চমার্ক স্কোর দেখিয়েছে, যা গত বছরের মডেলগুলির তুলনায় একটি উল্লেখযোগ্য উন্নতির দিকে নির্দেশ করছে৷ বেস এবং প্লাস উভয় মডেলেই তাদের পূর্বসূরির মতো একই ডিসপ্লে সাইজ থাকবে বলে আশা করা হচ্ছে - যথাক্রমে ৬.২ ইঞ্চি এবং ৬.৭ ইঞ্চি। শোনা যাচ্ছে, স্যামসাং তাদের এস২৫ সিরিজের অংশ হিসাবে একটি নতুন 'স্লিম' মডেলের উপরেও কাজ করছে, যা ২০২৫ সালের জানুয়ারিতে পরিচিত মডেলগুলি লঞ্চের পরে আলাদাভাবে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story