ক্যামেরা হবে ছোট, ছবি উঠবে মারকাটারি! ALoP প্রযুক্তির সাথে চমকে দেবে Samsung Galaxy S25 Slim

Samsung Galaxy S25 ফোনে পাওয়া যাবে ALoP প্রযুক্তি। যেখানে ক্যামেরা মডিউল ছোট হলেও, ছবি উঠবে ক্রিস্টাল-ক্লিয়ার। 22 জানুয়ারি 2025 এ স্মার্টফোনটি বাজারে ছাড়তে পারে কোম্পানি।

Suvrodeep Chakraborty 28 Dec 2024 12:43 PM IST

নতুন Galaxy S25 সিরিজ লঞ্চ করার প্রস্তুতি শুরু করল Samsung। এই সিরিজে নতুন মডেল হিসাবে চমক দিতে পারে Galaxy S25 Slim। এছাড়াও লঞ্চ হবে Galaxy S25, Galaxy S25+ এবং Galaxy S25 আলট্রা। এর মধ্যে স্লিম মডেলে থাকবে ALoP প্রযুক্তি। নাম শুনেই বুঝতে পারছেন, আকারে পাতলা হতে চলেছে স্মার্টফোনটি। এই সিরিজ 22 জানুয়ারি 2025 তারিখে লঞ্চ করা হবে বলে জানিয়েছে স্যামসাং। যদিও স্লিম মডেলটি পরে আসবে বলে খবর।

জানা গিয়েছে, Galaxy S25 Slim মডেলে টেলিফটো ক্যামেরার জন্য Samsung লেটেস্ট ALOP (প্রিজমে সমস্ত লেন্স) প্রযুক্তি ব্যবহার করতে পারে। এই প্রযুক্তিটি সম্প্রতি স্যামসাং সেমিকন্ডাক্টর দ্বারা ঘোষণা করা হয়েছে। কোম্পানির প্রতিশ্রুতি, ছবির গুণমানের সঙ্গে আপোস না করে স্মার্টফোনগুলিকে আরও পাতলা করে তুলবে প্রযুক্তিটি৷

X প্ল্যাটফর্মে (পূর্ব নাম টুইটার) মেরিটজ সিকিউরিটিজকে উদ্ধৃত করে টিপস্টার জুকানলোসরিভ জানিয়েছেন, ক্যামেরা বিভাগে গ্যালাক্সি এস 25 স্লিমকে এর মসৃণ প্রোফাইল দেওয়ার জন্য ALOP প্রযুক্তি ব্যবহার হতে পারে। কিন্তু, এই প্রযুক্তিটি কী?

Samsung এর ALoP প্রযুক্তি

সহজ ভাষায়, এটি টেলিফটো ক্যামেরার একটি নতুন ডিজাইন, যা ক্যামেরা মডিউলের আকার কমাতে সাহায্য করে। প্রথাগত টেলিফোটো ক্যামেরাগুলি ভাঁজ করা অপটিক্স ব্যবহার করে, যা ভারী হতে পারে এবং ফোনের পিছনে বড় ক্যামেরার জন্য বাধা হতে পারে।

অন্যদিকে, ALoP টেলিফটো লেন্সটিকে ফোনের সমতল বরাবর রাখে এবং 10 ডিগ্রি টিল্টেড সেন্সর-সহ 40 ডিগ্রি টিল্টেড প্রিজম ব্যবহার করে এটি ডিজাইন করা হয়। এই সেটআপ, পুরোনো ডিজাইনের তুলনায় ক্যামেরার দৈর্ঘ্যকে প্রায় 22 শতাংশ কমানোর পাশাপাশি ভালো ক্যামেরা পারফরম্যান্স দিতেও সাহায্য করে।

Show Full Article
Next Story