ব্যাটারি ও চার্জিং স্পিড বাড়ছে না, Samsung Galaxy S25 Ultra-য় আপগ্রেডের আশা শেষ
স্যামসাং আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ, Samsung Galaxy S25 লঞ্চ করার পরিকল্পনা...স্যামসাং আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ, Samsung Galaxy S25 লঞ্চ করার পরিকল্পনা করছে। তবে ইতিমধ্যেই সিরিজটির সর্ম্পকে, বিশেষ করে টপ-এন্ড মডেল Samsung Galaxy S25 Ultra মডেলটিকে নিয়ে বিভিন্ন জল্পনা অনলাইন ভেসে বেড়াচ্ছে। ফোনটির কম্পিউটার এডেড ডিজাইন (CAD) রেন্ডার দেখা গেছে, যা কিছু ডিজাইনের পরিবর্তনের দিকে নির্দেশ দেয়। তবে একটি ক্ষেত্র যেখানে Samsung Galaxy S25 Ultra হতাশ হতে পারে, তা হল এর ব্যাটারি। প্রাথমিক রিপোর্টগুলি পূর্বসূরির তুলনায় Samsung Galaxy S25 Ultra মডেলের ব্যাটারির ক্ষমতায় কোনও উন্নতির ইঙ্গিত দেয়নি। আর এখন, চীনের 3C (CCC) সার্টিফিকেশন ডেটাবেস থেকে এর চার্জিং ক্ষমতা সম্পর্কে আবারও জানা গেছে।
Samsung Galaxy S25 Ultra ফোনের চার্জিং ক্ষমতা পূর্বসূরির মতোই হতে পারে
চায়না কম্পালসারি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা মডেলটি 4,885 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে তালিকাভুক্ত হয়েছে, যা সম্ভবত 5,000 এমএএইচ হিসাবে বাজারজাত করা হবে। এই ব্যাটারির ক্ষমতা স্যামসাং গ্যালাক্সি এস24 আল্ট্রা-এর মতোই। ফোনটি 45 ওয়াট চার্জিং সাপোর্ট সহ আসবে বলেও উল্লেখ করেছে। এটি আগের রিপোর্টকে সমর্থন করে, যেখানে বলা হয়েছিল যে চার্জ করার গতিতে কোন পরিবর্তন হবে না।
অন্যদিকে, Honor, OnePlus, Oppo, Vivo এবং Xiaomi-এর মতো চীনা ব্র্যান্ডগুলি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনগুলিতে 6,000 এমএএইচ-এর কাছাকাছি ব্যাটারি ক্ষমতা অফার করবে বলে আশা করা হচ্ছে৷ এছাড়াও, তারা সিলিকন কার্বাইড ব্যাটারি প্রযুক্তিতে আপগ্রেড করছে, যা ঐতিহ্যবাহী লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় উচ্চ পাওয়ার ডেনসিটি প্রদান করে। এটি নির্মাতাদের একই জায়গায় ব্যাটারির ক্ষমতা বাড়াতে বা ক্ষমতা হ্রাস না করে ডিভাইসগুলিকে স্লিম ডাউন করতে দেয়। স্যামসাং উভয় ক্ষেত্রেই অনুপস্থিত বলে মনে হচ্ছে।
যদিও ব্যাটারি একটি স্ট্যান্ডআউট বৈশিষ্ট্য নাও হতে পারে, Samsung Galaxy S25 Ultra এখনও একটি বাধ্যতামূলক ফ্ল্যাগশিপ হিসাবে অবস্থান করে। শোনা যাচ্ছে এতে বৃত্তাকার কোণগুলি সহ একটি নতুন ডিজাইনে দেখা যাবে। এছাড়া, 50 মেগাপিক্সেলের টেলিফোটো এবং আল্ট্রাওয়াইড লেন্সের পাশাপাশি 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সমন্বিত ক্যামেরা থাকবে এবং ফোনগুলিতে Exynos 2500/Qualcomm Snapdragon 8 Gen 4 প্রসেসর ব্যবহৃত হবে, উভয়ই দক্ষ 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি।
ডিভাইসটি স্যামসাংয়ের One UI 7.1 কাস্টমাইজেশন সহ অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি সম্ভবত এতে সাত বছরের সফ্টওয়্যার আপডেট এবং গ্যালাক্সি-নির্দিষ্ট এআই ফিচারগুলি অফার করবে।